Tuesday, November 11, 2025

মন্ত্রীর বক্তব্যের অপব্যাখ্যা! কুৎসার জবাব দিলেন মানস ভুঁইয়া

Date:

Share post:

আইন কলেজের ছাত্রীর ধর্ষণের ঘটনায় রাজ্য প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে তাতে রাজনৈতিক দল থেকে নির্যাতিতার পরিবার আস্থা প্রকাশ করেছে কলকাতা পুলিশের তদন্তে। এখনও পর্যন্ত রাজ্য প্রশাসন এমন কোনও পদক্ষেপ নেয়নি যা তদন্তের গতির বিমুখে। সেখানেই বাংলার শাসকদলের বিরুদ্ধে কোনও অস্ত্র না পেয়ে কুৎসার রাজনীতিতে মেতেছে বিরোধী ও এক শ্রেণির সংবাদ মাধ্যম। সেচমন্ত্রী মানস ভুঁইয়ার (Manas Bhunia) বক্তব্যের নির্দিষ্ট অংশকে তুলে অপব্যাখ্যা (misquoted) করায় কুৎসার জবাব দিলে মন্ত্রী নিজেই। তৃণমূলের পক্ষ থেকে বিজেপির কুৎসায় মানহানি (defamation) সম্পর্কে সতর্ক করা হল।

মঙ্গলবার ডক্টর্স ডে-তে একটি অনুষ্ঠান যোগ দিয়ে মন্ত্রী তথা চিকিৎসক মানস ভুঁইয়া চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন অভিযোগের ব্যাখ্যা করতে গিয়ে উদাহরণ তুলে ধরে ‘ছোট ঘটনা’ শব্দ ব্যবহার করেন। সেই বক্তব্যকে অপব্যাখ্যা করে কসবার আইন কলেজের ঘটনার সঙ্গে জুড়ে প্রচার চালায় বিজেপির আইটি সেল ও এক শ্রেণির সংবাদ মাধ্যম। পাল্টা মানসের ব্যাখ্য়া, আমার জন্ম প্রতিবাদ করে। সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে লড়াই করে আমার জন্ম। অত্যন্ত মর্মাহত আমি। আমার নামে বিকৃতভাবে একটা ঘটনাকে দিয়ে আরেকটা ঘটনা চাপিয়ে প্রচার করা হচ্ছে। এবং তাতে মঙ্গলকোটের ঘটনা টেনে আনা হচ্ছে। আমার আত্মসম্মান রক্ষা করার অধিকার গণতন্ত্র আমাকে দিয়েছে। স্বাস্থ্য নিয়ে আলোচনা হচ্ছিল। মুখ্যমন্ত্রীর বিধানবাবুর পরে কত ভালো কাজ করেছেন। ৩৪ বছর সিপিআইএম অন্ধকারের রাজত্বে সব শেষ করে দিয়েছিল।

অতীতের সঙ্গে তুলনা করে বক্তব্য পেশের সময়ে যেভাবে সেই বক্তব্যকে তাঁরই বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, তার উল্লেখ করে মন্ত্রী মানস জানান, এইসব কথা যখন বলে বেরিয়ে আসছি একজন সাংবাদিক প্রশ্ন করলেন কসবার ঘটনা ছোট ঘটনা। আমি কখনও বলিনি। আমি স্বাস্থ্য ক্ষেত্রে অতীতেও কত ঘটনা ঘটেছে। দশ বছর আগে কত ঘটনা। কসবার ঘটনার কথা কোথায় বললাম? আমার বক্তব্যের সঙ্গে কোথায় কসবা সম্পর্কিত? এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর, ইচ্ছাকৃত, অপদস্ত করা, অপমানিত করার জন্য এই কথাটা জুড়ে দেওয়া হল।

ইতিপূর্বে দলের কোনও সদস্য কোনও ধরনের অপ্রীতিকর বা অবমাননাকর, অপ্রাসঙ্গিক কথা বললে তৃণমূলের পক্ষ থেকেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন কলেজের গণধর্ষণে বিধায়ক মদন মিত্রের বক্তব্যে তাঁকে শো-কজ করা হয়েছে। তিনি তার উত্তরে নিজের ভুলও স্বীকার করেছেন। কিন্তু যেখানে চিকিৎসক মানস কসবা কলেজ নিয়ে কোনও কথাই বলেননি সেখানেও তাঁর নামে অপপ্রচার চালানো হয়েছে। সেখানেই মানস ভুঁইয়ার চ্যালেঞ্জ, আমার ৫২ বছরের রাজনৈতিক জীবন। ৪৪ বছরে পড়েছে আমার বিধায়ক হিসাবে। কোনও জায়গায় আমি খারাপ কাজকে সমর্থন করেছি এটা যদি কেউ দেখাতে পারে হাত জোড় করে মানুষের কাছে ক্ষমা চেয়ে নেব।

আরও পড়ুন: টেলি মেডিসিনে নয়া সাফল্যে রাজ্যের: গর্বিত মুখ্যমন্ত্রী

দলের পক্ষ থেকেও এক্ষেত্রে মন্ত্রীর পাশে দাঁড়ানো হয়েছে। তৃণমূলের দাবি, মানস ভুঁইয়ার বক্তব্যকে অপ্রাসঙ্গিকভাবে বিদ্বেষের সঙ্গে টেনে এনে ভুল ব্যাখ্যা করে ব্যাপকভাবে সম্প্রচার করা হয়েছে। মানস ভুঁইয়া তার স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি কসবা কলেজের ঘটনার তীব্র নিন্দা ও শাস্তির দাবিও জানিয়েছেন। এর পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে সতর্ক করা হয়, বিজেপির জানা উচিত মানহানিরও যথাযথ ফল ভোগ করতে হয়। মিথ্যা যত জোরেই বলা হোক না কেন, সত্য প্রকাশিত হবেই।

spot_img

Related articles

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...

বেহালার মানুষের কাছে বিচার চাইবেন! পার্থ কি রাজনীতিতে ফিরতে চাইছেন?

দল বহিষ্কার করলেও রাজনীতিতে নামার ষোলো আনা ইচ্ছে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)। মঙ্গলবার জেলমুক্তি পেয়ে ঘরে ফিরেছেন। দীর্ঘ...