Monday, November 24, 2025

কলেজ থেকে বহিষ্কৃত মনোজিৎ ও দুই পড়ুয়া, দ্রুত পঠন-পাঠন শুরুর আশ্বাস

Date:

Share post:

শিক্ষা দফতরের নির্দেশ মেনে মঙ্গলবারই সাউথ ক্যালকাটা ল কলেজের (South Calcutta Law College) পরিচালন সমিতি বৈঠকে বসে। বৈঠক শেষে একদিকে জানানো হয়, কলেজের অস্থায়ী কর্মী হিসাবে মনোজিৎ মিশ্রর যে নিয়োগ হয়েছিল, তা নাকচ করে পরিচালন সমিতি। সেই সঙ্গে বহিষ্কার করা হয় (rusticated) গ্রেফতার হওয়া দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদকে। কলেজে নিরাপত্তা বাড়ানোর জন্য সিসিটিভির (CCTV) সংখ্যা বাড়ানো ও মহিলা নিরাপত্তা রক্ষী বাড়ানো নিয়েও সিদ্ধান্ত হয়। পাশাপাশি জানানো হয়, এখনই পঠন পাঠন শুরু না হলেও আসন্ন পরীক্ষাগুলির জন্য খোলা থাকছে কলেজের কার্যালয় (office)।

মঙ্গলবার আইন কলেজের পরিচালন সমিতির বৈঠক হয় সাউথ ক্যালকাটা ল কলেজেই। উপস্থিত ছিলেন সমিতির চেয়ারম্যান অশোক দেব। বৈঠক শেষে সিদ্ধান্ত জানাতে গিয়ে প্রথমেই তিনি জানান, কলেজের অস্থায়ী কর্মী (purely temporary) হিসাবে যে নাম ছিল মনোজিৎ মিশ্রর সেই নাম বাতিল করা হল। সেই সঙ্গে কলেজ থেকে যে বেতন সে গ্রহণ করেছিল তা ফেরৎ দিতে হবে কলেজকে।

সেই সঙ্গে এই বৈঠকেই নির্ধারিত হয় গণধর্ষণে অভিযুক্ত দুই কলেজ পড়ুয়াকে কলেজ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত। পরিচালন সমিতি যে সিদ্ধান্ত নিয়েছে তাতে প্রমিত মুখোপাধ্য়ায় ও জেব আহমেদ এই কলেজে তো বটেই, অন্য কোথাও আর ভর্তি হতে পারবে না এই বহিষ্কারের (rusticated) জন্য।

অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপের পাশাপাশি কলেজের নিরাপত্তায় নেওয়া হয়েছে একাধিক সিদ্ধান্ত। পরিচালন সমিতির সদস্যরা জানান, কলেজে বসানো হচ্ছে আরও বেশি সংখ্যায় সিসিটিভি। যার ফরে কলেজের সব অংশই এবার থেকে নজরদারির আওতায় থাকবে। সেই সঙ্গে পুরোনো নিরাপত্তা রক্ষী সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করা হচ্ছে। নতুন যে সংস্থার সঙ্গে চুক্তি হবে সেখানে বেশি সংখ্যায় মহিলা নিরাপত্তা রক্ষী রাখার সুপারিশ হয়েছে।

আরও পড়ুন: এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি: কমিশনের রিপোর্ট তলব হাইকোর্টের

ইতিমধ্যেই কলেজের তরফে সব আইন পড়ুয়ার জন্য বিজ্ঞপ্তি (notification) জারি করা হয়েছিল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে কলেজের পঠন পাঠন। অথচ ১৬ জুলাই থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) পরীক্ষা। সেই সংক্রান্ত ফর্ম ফিলাপের কাজ বাকি পড়ুয়াদের। এছাড়াও যে সেমেস্টারের (semester) পরীক্ষা নেই তাদেরও রেজিস্ট্রেশনের কাজ হয়নি। ফলে মঙ্গলবার সকালে সাউথ ক্যালকাটা ল কলেজের একদল পড়ুয়া কলেজের গেটের বাইরে পঠন পাঠন শুরুর দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন।

কর্তৃপক্ষের বৈঠকের পরে জানানো হয়, প্রশাসনের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে। দ্রুত পঠন পাঠনের কাজ শুরু হবে। তবে আপাতত কলেজের অফিস খোলা থাকবে। ফলে ফর্ম ফিলাপ সংক্রান্ত কাজ হতে বাধা নেই। সেই সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম ও সময় মেনেই পরীক্ষাও হবে।

spot_img

Related articles

প্রথম ভারতীয় মহিলা হিসাবে বিশ্ব স্নুকারের খেতাব জয় তেইশ বছরের অনুপমার

ভারতীয় ক্রীড়া ইতিহাসে সোনালী অধ্যায় জুড়ে দিলেন তামিলনাড়ুর ২৩ বছর বয়সী মহিলা খেলোয়াড়। বিশ্বমঞ্চে দেশকে গর্বিত করলেন অনুপমা...

চলচ্চিত্র জগতে বিরাট ক্ষতি: ধর্মেন্দ্রর প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

দীর্ঘ অসুস্থতা, ভুয়ো খবরের পরে হঠাৎই সোমবার সকালে প্রয়াত বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র (Dramendra)। খবরের সত্যতা যাচাইয়ের পরেই...

ব্যাক টু ব্যাক ব্যর্থতা, ব্যাটিং অর্ডার নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন গম্ভীর

অপদার্থ ব্যাটিং অর্ডার, হতশ্রী ফুটওয়ার্ক, ধৈর্যহীন ভারতীয় দলের ক্রিকেটে স্পষ্ট দোসর কোচের ব্যর্থতা আর ক্যাপ্টেনের দায়িত্বজ্ঞানহীনতা। ঘরের মাঠে...

অনুসন্ধান: পরিবারিক ছবির সাফল্যের পরে প্রথম থ্রিলারেই বাজিমাৎ সম্রাজ্ঞীর

পর পর মহিলা কেন্দ্রিক পরিবারিক ছবির পরে প্রথম থ্রিলার সিরিজের চিত্রনাট্যেই বাজিমাৎ করলেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় (Samragyee Banerjee)। হইচই...