Thursday, August 21, 2025

উল্টোরথ-শ্রাবণী মেলা-মহরম: কড়া নজরদারিতে প্রস্তুতির নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

উল্টোরথ, শ্রাবণী মেলা ও মহরম— এই তিনটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালনে বুধবার নবান্নে (Nabanna) উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রায় আধঘণ্টার ওই বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, দিঘায় রথযাত্রার দিনে যেমন সুশৃঙ্খল ব্যবস্থা ছিল, উল্টোরথেও সেই একই মাপের নিরাপত্তা ও ব্যবস্থাপনা রাখতে হবে।

এদিনের বৈঠকে উঠে আসে একাধিক নির্দেশ। উল্টোরথ এবং মহরম পিঠোপিঠি হওয়ায় আইনশৃঙ্খলার ক্ষেত্রে যেন কোনওরকম শিথিলতা না থাকে, সেই বিষয়ে পুলিশ প্রশাসনকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রশাসনের শীর্ষকর্তাদের নির্দেশ দেওয়া হয়, সব এলাকায় সক্রিয় নজরদারি রাখতে হবে।

বৈঠকে শ্রাবণী মেলার প্রস্তুতি নিয়েও বিশেষ আলোচনা হয়। ১০ জুলাইয়ের পর থেকে শুরু হচ্ছে মেলা। সেই উপলক্ষে নিচের বিষয়গুলিতে জোর দিতে বলেন মুখ্যমন্ত্রী:

  • পর্যাপ্ত সংখ্যায় ওয়াচ টাওয়ার তৈরি করতে হবে
  • ভিড় নিয়ন্ত্রণে রাখতে রাস্তা খোলা রাখতে হবে
  • পদপৃষ্ট এড়াতে নিতে হবে আগাম ব্যবস্থা
  • বসাতে হবে ‘মে আই হেল্প ইউ’ কাউন্টার

মমতা (Mamata Banerjee) জানান, দিঘায় রথযাত্রার দিনে যে মন্ত্রীরা দায়িত্বে ছিলেন, উল্টোরথ ও শ্রাবণী মেলাতেও তাঁরাই দায়িত্বে থাকবেন।

রথ উৎসবকে ঘিরে ইতিমধ্যেই ভিড়ে উপচে পড়েছে দিঘার জগন্নাথ মন্দির চত্বর। বসেছে হরেক দোকান, পুতুল থেকে শুরু করে দেবদেবীর মূর্তি— নানা সামগ্রী কিনছেন ভক্তরা। এর মধ্যেই পর্যটনকেন্দ্র থেকে তীর্থক্ষেত্রে রূপান্তরিত দিঘায় রথ উপলক্ষে যে বিপুল জনসমাগম হয়েছে, তা সামলাতে প্রশাসন সফল হয়েছিল। সেই মডেলকেই এবার উল্টোরথ ও শ্রাবণী মেলায় রূপায়ণ করতে চায় সরকার।
আরও খবর: বন্ধের সিদ্ধান্তে সহমত নন, কসবা ল কলেজ দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে বলে বার্তা শিক্ষামন্ত্রীর

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version