Monday, November 3, 2025

চিৎপুরে এক বৃদ্ধ দম্পতিকে নৃশংসভাবে খুনের ঘটনাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ (rarest of the rare) আখ্যা দিয়ে অভিযুক্ত সঞ্জয় সেন ওরফে বাপ্পাকে মৃত্যুদণ্ডের সাজা দিলেন শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস। এই বিচারকই আর জি কর মামলায় দোষী সঞ্জয় রায়কে ধর্ষণ ও হত্যা মামলায় আজীবন কারাদণ্ড দিয়েছিলেন, যদিও সেই ঘটনাকে তিনি ‘বিরলের মধ্যে বিরলতম’ (rarest of the rare) বলে চিহ্নিত করেননি। প্রসঙ্গত,২০১৫ সালের প্রাণগোবিন্দ দাস এবং তাঁর স্ত্রী রেণুকা দাস—উভয়ের বয়স ছিল সত্তরের কোঠায়। তাঁদের একমাত্র কন্যা আমেরিকায় থাকেন। চিৎপুরের একটি আবাসনের ফ্ল্যাটে একাই থাকতেন বৃদ্ধ দম্পতি। তাঁদের দেখভালের জন্য পূর্ণিমা নামে এক তরুণী থাকতেন, যার সঙ্গে অভিযুক্ত সঞ্জয়ের বিয়েও দেন দম্পতি।

পুলিশ সূত্রে জানা গেছে, সঞ্জয় দীর্ঘদিন ধরেই দম্পতির বিশ্বাসভাজন ছিলেন। বাজার যাওয়া থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় কাজে তিনি সাহায্য করতেন। এমনকি সঞ্জয়ের রোজগারের একমাত্র মাধ্যম, একটি রিকশাও কিনে দিয়েছিলেন প্রাণগোবিন্দরা। বহুবার আর্থিক সহায়তাও করেছেন তাঁরা। কিন্তু সেই বিশ্বাসকেই ভেঙে চুরমার করে ২০১৫ সালের জুলাই মাসে ওই বৃদ্ধ দম্পতিকে খুন করেন সঞ্জয়। খুন করার পর দেহগুলি ফ্ল্যাটেই ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনার পর দিন সকালে পরিচারিকা পূর্ণিমা যখন ফ্ল্যাটে যান, তখন দম্পতির দেখা না পেয়ে সন্দেহ হয়। পরে প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে। আরও পড়ুন : ফাঁস ভুয়ো পুলিশ কনস্টেবলের কীর্তি! গাইঘাটায় ধৃত যুবক

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...
Exit mobile version