Thursday, August 21, 2025

তিন মাসেই ৭৬৭ কৃষকের আত্মহত্যা মহারাষ্ট্রে! আর্থিক সাহায্য অস্বীকার ২০০ পরিবারকে

Date:

Share post:

গোটা দেশে ক্ষমতা কায়েম করার পরে কৃষক শ্রেণিকে সবথেকে বেশি কোণঠাসা করেছে নরেন্দ্র মোদির সরকার। আর তার সবথেকে বড় উদাহরণ মহারাষ্ট্রে (Maharashtra)। এই বছরের শুরুতে মাত্র তিন মাসে সেখানে আত্মহত্যা করেছে ৭৬৭ কৃষক (farmer suicide)। এই হারে মৃত্যু বজায় থাকলে এই বছরেই গত দুই বছরের কৃষক মৃত্যুর রেকর্ড পার করে যাবে দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis) নেতৃত্বাধীন মহারাষ্ট্র। এমনকি তথ্য অনুসন্ধান করে এর মধ্যে ২০০ কৃষকের পরিবারকে ক্ষতিপূরণ দিতেও অস্বীকার করছে মহারাষ্ট্রের বিজেপি প্রশাসন।

দেনার দায় থেকে ফসলের সঠিক দাম না পাওয়া। বছরের শুরু থেকে কৃষক আত্মহত্যার ঘটনায় শীর্ষে দেখা গিয়েছে বিজেপি শাসিত মহারাষ্ট্রকে। এই নিয়েই বিরোধী বিধায়করা প্রশ্ন তোলেন মহারাষ্ট্র বিধানসভায়। তার উত্তরে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে মন্ত্রী তথ্য পেশ করেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ মাসে কৃষক আত্মহত্যার (farmer suicide) ঘটনা ঘটেছে ৭৬৭টি। প্রশাসনের দাবি, এর মধ্যে মাত্র ৩৭৩টি ক্ষেত্রে ক্ষতিপূরণ (compensation) দেওয়া সম্ভব। বাকি ২০০ টি ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়। অর্থাৎ ২০০ কৃষক পরিবারকে ক্ষতিপূরণ থেকেও বঞ্চিত করছে ফাড়নবিশ প্রশাসন।

এখনও ১৯৪টি আত্মহত্যার ঘটনার ক্ষেত্রে তথ্য যাচাই চলছে। জানানো হয়, ৩২৭ টি ক্ষেত্রে পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়েছে। বাকিগুলির ক্ষেত্রে প্রক্রিয়া চলছে। মহারাষ্ট্রে কৃষক আত্মহত্যার ক্ষেত্রে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ (compensation) পায় মৃত কৃষকের পরিবার।

কেন্দ্রের মোদি সরকার বারবার কৃষকদের একাধিক দাবিকে অবহেলা করেছে। একদিকে কৃষকদের ন্যায্য এমএসপি-র দাবিকে অগ্রাহ্য করা হয়েছে মোদির সরকারের তরফে। সেই সঙ্গে ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধিতে কোনও লাগাম টানার পথে হাঁটেনি কেন্দ্রের সরকার। ফলে রাজ্যের সরকার কৃষকদের পাশে না দাঁড়ালে আত্মহত্যা ছাড়া তাঁদের আর কোনও উপায় থাকে না।

আরও পড়ুন: টহলরত পুলিশের গাড়িতে ধাক্কা বেপরোয়া ট্রাকের! মৃত এসআই-সহ ২

মহারাষ্ট্রে ২০২৩ সালে কৃষক আত্মহত্যার ঘটনা ঘটেছিল ২,৮৫১ টি। ২০২৪ সালে সেই সংখ্যা দাঁড়িয়েছিল ২,৬৩৫টি। এরপরেও যে কোনও হুঁশ ফেরেনি দেবেন্দ্র ফাড়নবিশ সরকারের তা স্পষ্ট তিন মাসে ৭৬৭ কৃষকের আত্মহত্যার ঘটনায়। এই হারে আত্মহত্যা হতে থাকলে ২০২৫ সালে আত্মহত্যার ঘটনা ৩ হাজার পার করার আশঙ্কা।

spot_img

Related articles

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...