রক্তদান (Blood Donation) জীবন দান। সামাজিক এই দায়বদ্ধতাকে পাথেয় করে চিকিৎসক দিবসের (১জুলাই) দিন আই.আর.সি বাজার ব্যবসায়ী সমিতির তরফে রক্তদান উৎসব ২০২৫ এর আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee), পুরপ্রধান অপর্ণা মৌলিক, বিশিষ্ট সংগীত শিল্পী নাজমুল হক,সৌম্যজিৎ পাল,সুমিত্রা রায় কর্মকার, সিআইসি অঞ্জন পাল,অমর পাল, রামকৃষ্ণ পাল, দুই টাউন সভাপতি যথাক্রমে বিশ্বজিৎ বর্ধন ও জয়ন্ত রায়। এছাড়াও ছিলেন বরানগর স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ প্রমিতা মাইতি, বারাসত মেডিক্যাল কলেজের বিশিষ্ট সার্জন ডাঃ অলোক কুমার মৌলিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জাতীয় চিকিৎসক দিবস এবং ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষে মঙ্গলবার বাজারের মূল ঘটকের সামনে চতুর্থ বার্ষিকী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান ছাড়াও বৃক্ষরোপন কর্মসূচি, পরিবেশ সচেতনতার বার্তাও দেওয়া হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা তুলে দেওয়া হয়।

–

–

–
–

–

–

–

–

–

–

–
–
–
–
–