Saturday, November 1, 2025

শুভমনদের হোটেলের সামনে রহস্যময় পার্সেল! বার্মিংহামে প্রশ্নের মুখে টিম ইন্ডিয়ার নিরাপত্তা

Date:

আজ শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট Ind vs Eng 2ndTest) । প্রথম টেস্টে হেরে পাঁচ ম্যাচের সিরিজ়ে পিছিয়ে পড়েছেন শুভমন গিলেরা। তাই বুধবার থেকে শুরু হতে চলা ম্যাচের গুরুত্ব অনেকটাই বেশি। তবে খেলা শুরুর আগেই প্রশ্নের মুখে ভারতীয় ক্রিকেট টিমের (Team India) নিরাপত্তা। এজবাস্টন টেস্টের একদিন আগে শুভমন- রাহুলদের হোটেলের কাছের একটি লাইব্রেরির সামনে রহস্যময় পার্সেল ঘিরে ছড়ালো বোমাতঙ্ক (suspicious parcel found near team india’s hotel)। ইংল্যান্ডের মাটিতে প্রশ্নের মুখে টিম ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা।

মঙ্গলবারের এই ঘটনার কথা বার্মিংহাম পুলিশ নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলেও উল্লেখ করেছে।বার্মিংহামে যে হোটেলে রয়েছে ভারতীয় টিম, সেখান থেকে বার্মিংহাম লাইব্রেরির দূরত্ব খুব একটা বেশি নয়। এরকম একটা জায়গায় রহস্যজনক পার্সেল পাওয়ায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতীয় ক্রিকেটারদেরও নির্দেশ দেওয়া হয়, কোনও অবস্থাতেই হোটেল ছেড়ে না বেরোতে। পুরো এলাকাকে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়। সবকিছু খতিয়ে দেখার পর ঘণ্টাখানেকের মধ্যেই অবশ্য সেন্টেনারি স্কোয়্যার এলাকায় কর্ডন তুলে নেয় পুলিশ। তবে এই ঘটনার প্রভাব পড়তে শুরু করেছে ভারতীয় ক্রিকেটারদের মনে। এমনিতেই লাল বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার এজবাস্টন স্মৃতি সুখকর নয়। ভারতের প্রথম ম্যাচে হেরে গিয়ে পিছিয়ে থেকে শুরু করছে গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল। মঙ্গলেই শুভমন জানিয়েছেন এই ম্যাচে বুমরা খেলবেন। তবে সম্ভবত প্রথম একাদশে বেশ কিছু রদবদল হতে পারে। আজ ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে থেকে খেলা শুরু।

 

Related articles

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...
Exit mobile version