Thursday, July 3, 2025

যুগলের রক্তাক্ত দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বৈদ্যবাটিতে!

Date:

Share post:

ভোররাতে রক্তাক্ত জোড়া দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির (Hooghli) বৈদ্যবাটিতে। বৃহস্পতিবার ভোর রাতে বৈদ্যবাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকার বাড়িতে ভাড়াটে যুগলের চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে তাঁদের রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পুলিশ (Police) গিয়ে তাঁদের উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। তদন্তে ঘটনাস্থলে যান চন্দননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা

৩৫ বছরের মণীশ ভাদুড়ি ও ৩২ বছরের অপর্ণা মাঝি বৈদ্যবাটির ১৮ নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকার একটি বাড়িতে গত তিনবছর ধরে ভাড়া থাকতেন। স্থানীয়রা জানান, রাত তিনটে নাগাদ চিৎকার শুনতে পান তাঁরা। বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় দুজনে পড়ে আছেন। একজন ঘরের মধ্যে এবং অন্যজন ঘরের বাইরে। যন্ত্রণায় ছটফট করছিলেন। রাজার বাগানে মণীশের বাড়ির লোককে খবর দেন প্রতিবেশীরা। তাঁরাই পুলিশে (Police) খবর দেন। পুলিশ গিয়ে যুগলকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে খবর, মণীশ একটি ঢালাই কারখানায় কাজ করতেন। অপর্ণা পরিচারিকা ছিলেন। তাঁরা একসঙ্গে থাকতেন। দুজনে সকালে কাজে বেরিয়ে যেতেন। রাতে বাড়ি ফিরতেন। কীভাবে তাঁদের মৃত্যু হল, এটা খুন না আত্মহত্যা- জানতে তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ। ঘটনার তদন্তে যান চন্দননগর পুলিশের DCP শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, ACP শুভঙ্কর বিশ্বাস, শ্রীরামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক। এলাকার সমস্ত CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবরহাওড়া সাঁকরাইলের আলমপুরে অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ৪ ইঞ্জিন

spot_img

Related articles

দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির রবিবার পর্যন্ত

মেঘ বৃষ্টির খেলায় রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি একটুও কমবে না। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে,...

হাওড়া সাঁকরাইলের আলমপুরে অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ৪ ইঞ্জিন

হাওড়ার সাঁকরাইলের আলমপুরের (Howrah Alampur Fire Incident) পিচ কারখানায় বিধ্বংসী আগুন। কাজ চলাকালীন সকাল ১১টা নাগাদ এই অগ্নিকাণ্ডের...

কয়েক ঘণ্টার ব্যবধানে ফের পাকিস্তানি সেলেবদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা!

পহেলগামে জঙ্গি হামলার (Pahelgam Attack) পর পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। এই সিদ্ধান্তের কার্যকরী পদক্ষেপ হিসেবে...

পশ্চিম আফ্রিকার দেশে জঙ্গিদের হাতে পণবন্দি ৩ ভারতীয়! উদ্বেগ নয়াদিল্লির 

সশস্ত্র জঙ্গিদের হাতে আক্রান্ত তিন ভারতীয়। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আল-কায়দা ঘনিষ্ঠ স্থানীয় সন্ত্রাসবাদী সংগঠন (al qaeda linked...