Monday, August 25, 2025

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) মুকুটে নয়া পালক। ব্যাক টু ব্যাক হাজার কোটি টাকার ব্যবসা দেওয়া টিনসেল টাউনের অভিনেত্রী এবার ইতিহাস গড়ে নিজের নাম তুলে ফেলেছেন হলিউড ‘ওয়াক অফ ফেম’ (Hollywood Walk of Fame) ক্লাসের মোশন পিকচার্স বিভাগে। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ২০২৬ সালের ‘হলিউড ওয়াক অফ ফেম’-এ দীপিকা!

বুধবার হলিউড চেম্বার অফ কমার্সের (Hollywood Chember of Commerce) তরফে সম্মানিতদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত ব্যক্তিত্বদের মধ্যে জ্বলজ্বল করছে বলিউডের ‘পদ্মাবতী’র নাম। হলিউড সুপারস্টার ডেমি মুর, এমিলি ব্লান্ট, ব়্যাচেল ম্যাক অ্যাডামস, স্ট্যানলি তুসি, টিমোথি চালামেটের মতো সুপারস্টারদের সঙ্গে একই আসনে জায়গা করে নিয়ে ইতিহাস লিখে ফেললেন প্রকাশ পাড়ুকোনের কন্যা। রনবীর ঘরনীই মায়ানগরীর একমাত্র অভিনেত্রী যার পরপর ৩টি ছবি ১০০০ কোটি টাকার ব্যবসা করেছিল। তিনি আন্তর্জাতিক মঞ্চেও বহু বার ভারতকে গর্বিত করেছেন। প্রমাণ করে দিয়েছেন নেপোটিজিম আর একচ্ছত্র আধিপত্যে ভরা হিন্দি সিনে ইন্ডাস্ট্রিতে থেকেও আসলে তিনি গ্লোবাল স্টার। হলিউড ওয়াক অফ ফেমের তালিকায় রয়েছেন ফরাসি অভিনেত্রী কোটিলার্ড, ইটালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো, সেলিব্রিটি শেফ গর্ডন রামসে-সহ আরও অনেকে। আর এখানেই জ্বলজ্বল করছে দীপিকার নাম। ২০১৭ সালে ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করে হলিউডে শোরগোল ফেলে দিয়েছিলেন ভারতীয় অভিনেত্রী। ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় ছিল তাঁর নাম। এবার ইতিহাস তৈরি করে হলিউডের মর্যাদাপূর্ণ ‘ওয়াক অফ ফেম’-এ ‘পাঠান’ গার্ল দীপিকা।

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version