Friday, August 22, 2025

সিদ্ধান্ত নেবে ট্রাস্ট, হস্তক্ষেপের অধিকার নেই কারও: দালাই লামার উত্তরসূরি নিয়ে চিনকে কড়া বার্তা ভারতের

Date:

দালাই লামার (Dalai Lama) উত্তরসূরি কে হবেন, তা নিয়ে ফের দানা বাঁধল আন্তর্জাতিক কূটনৈতিক উত্তেজনা। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন, তাঁর পরবর্তী উত্তরসূরি নির্ধারণ করবে তাঁরই গঠিত ট্রাস্ট। সেই প্রেক্ষিতেই এবার কড়া হুঁশিয়ারি দিয়েছে চিন। জানিয়েছে, পঞ্চদশ দালাই লামার (Dalai Lama) মনোনয়নের জন্য তাদের সম্মতি থাকা বাধ্যতামূলক। তবে বেজিংয়ের এই দাবিকে কার্যত উড়িয়ে দিয়ে এবার কড়া জবাব দিল ভারত। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বুধবার স্পষ্ট জানালেন, “দালাই লামার উত্তরসূরি নির্বাচন করবেন শুধুমাত্র তিনি এবং তাঁর প্রতিষ্ঠিত ট্রাস্ট। অন্য কারও এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই।” নাম না করে চিনকে আক্রমণ করে রিজিজু বলেন, “যাঁরা দলাই লামার অনুসারী, তাঁরা সকলেই জানেন—এই সিদ্ধান্ত নেবে শুধুমাত্র নির্ধারিত সংগঠন। বাইরের কেউ এতে হস্তক্ষেপ করতে পারে না।”

দালাই লামা মঙ্গলবারই জানিয়েছিলেন, তাঁর উত্তরসূরি বাছাইয়ের দায়িত্ব থাকবে ‘গাহদেন ফোড্রাং ট্রাস্ট’-এর উপর। তিনি স্পষ্ট করে দেন, এই বিষয়ে বাইরের কোনো শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। তাঁর এই বক্তব্যের বিরোধিতা করে চিন জানায়, ঐতিহ্য অনুযায়ী তাঁদের সম্মতি ছাড়া উত্তরসূরি নির্বাচন করা যাবে না। দালাই লামার মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে এবার নয়াদিল্লিও জানিয়ে দিল, ধর্মীয় উত্তরাধিকারের সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার থাকবে তিব্বতি আধ্যাত্মিক মহলের। কিরেন রিজিজু, যিনি নিজে একজন বৌদ্ধ ধর্মাবলম্বী, জানান—৬ জুলাই ডালাই লামার জন্মদিনে তিনি ও অপর কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে। আরও পড়ুন : বাংলাভাষী শ্রমিকদের হয়রানি! উদ্বেগ প্রকাশ করে ওড়িশার মুখ্যসচিবকে চিঠি মনোজ পন্থের

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version