Monday, August 25, 2025

বাংলাভাষী শ্রমিকদের হয়রানি! উদ্বেগ প্রকাশ করে ওড়িশার মুখ্যসচিবকে চিঠি মনোজ পন্থের

Date:

বাংলা থেকে ওড়িশার বিভিন্ন জেলায় কাজ যাওয়া শ্রমিকরা চরম হয়রানির মুখে পড়ছেন। বাংলাভাষী বলেই তাঁদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ওড়িশার মুখ্যসচিব মনোজ অহুজাকে বৃহস্পতিবার চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (chief secretary Manoj Pant )। ওই চিঠিতে তিনি অবিলম্বে মানবিক ও আইনি পদক্ষেপের আর্জি জানিয়েছেন।

চিঠিতে রাজ্যের মুখ্যসচিব (chief secretary) লেখেন, ওড়িশার পরাদ্বীপ, জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক, মালকানগিরি, বালেশ্বর ও কটক-সহ একাধিক উপকূলীয় জেলায় পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বেআইনিভাবে আটক করা হচ্ছে। বাংলা ভাষায় কথা বলার জন্য তাঁদের অনেককেই বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে অপবাদ দেওয়া হচ্ছে। আধার কার্ড, ভোটার আইডি, বিদ্যুৎ বিল বা রেশন কার্ড দেখালেও, তাঁদের দাবিকে অস্বীকার করা হচ্ছে। এমনকী অনেক ক্ষেত্রে পূর্বপুরুষদের খতিয়ান ও জমির নথি দাবি করা হচ্ছে- যা অযৌক্তিক ও অবাস্তব।

মুখ্যসচিবের (chief secretary) চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক পাঠানো নাগরিকত্ব সংক্রান্ত যাচাই রিপোর্ট থাকার পরেও কোনও সহানুভূতিশীল পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এর ফলে অকারণ হয়রানি, মানসিক চাপ ও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে ওড়িশায় কর্মরত বহু বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে। চিঠিতে মুখ্যসচিব লেখেন, “এই পরিস্থিতির অবিলম্বে সমাধান প্রয়োজন। এই ব্যক্তিরা ভারতীয় নাগরিক, তাঁদের যেন ভাষাগত বা আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে হয়রানির শিকার না হতে হয়। নাগরিকদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং যাচাই প্রক্রিয়ায় সহযোগিতার জন্য আমরা প্রস্তুত।” রাজ্য সরকারের তরফে বিষয়টিকে নাগরিক অধিকারের গুরুতর লঙ্ঘন বলে দেখা হচ্ছে। চিঠিতে তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্য়সচিব। আরও পড়ুন : ধান উৎপাদনে সর্বকালীন রেকর্ড: শীর্ষস্থান দখলে থাকল বাংলার

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version