Thursday, August 21, 2025

মাঝ আকাশে খসে পড়ল জানলার ফ্রেম, স্পাইসজেটের দাবি—“নেই কোনও ঝুঁকি”

Date:

আকাশে ওড়ার মাঝপথে হঠাৎই খুলে পড়ল জানলার একটি ফ্রেম! ঘটনাটি ঘটেছে স্পাইসজেটের (Spicejet) Q400 গোয়া থেকে পুনে যাওয়ার একটি উড়ানে। সম্প্রতি আমেদাবাদ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২৬০ জন। তখন থেকেই বিমানের নিরাপত্তা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। সামনে এসেছে ইন্ডিগোর ফ্লাইতেও সমস্যার কথাও। কিন্তু সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই এই ঘটনা। আচমকা মাঝআকাশে স্পাইসজেট বিমানের জানলার ফ্রেম খুলতেই মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে কোনও দুর্ঘটনা ঘটেনি। বিমানটিকে পুনেতে অবতরণ করানো হয়েছে।

জানা গেছে, ২ জুলাই সকালে স্পাইসজেটের একটি Q400 উড়ান (SG-3703) গোয়া থেকে পুনের উদ্দেশ্যে রওনা দেয়। উড়ানের কিছুক্ষণ পর, প্রায় ৫০০০ ফুট উচ্চতায়, বিমানের একটি জানলার ভিতরের ফ্রেম হঠাৎই ঢিলে হয়ে যায় এবং আংশিকভাবে খুলে পড়ে। যাত্রীদের মধ্যে একাংশ আতঙ্কিত হয়ে পড়ে এবং একজন যাত্রী সেই দৃশ্যের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যদিও বিমান সংস্থা দাবি করেছে, এটি শুধুমাত্র একটি ‘কসমেটিক অংশ’—এর সঙ্গে যাত্রী সুরক্ষা বা বিমানের গঠনগত নিরাপত্তার কোনও সম্পর্ক নেই।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন উড়ানে একাধিক যান্ত্রিক ত্রুটির খবর উঠে আসায় যাত্রীদের মধ্যে একপ্রকার আস্থার অভাব তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে স্পাইসজেটের (Spicejet) ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে বিমান রক্ষণাবেক্ষণ ও যাত্রী নিরাপত্তা নিয়ে। তবে উড়ান নিরাপত্তা সংস্থাগুলির মতে, “এই ধরনের ইন্টেরিয়র প্যানেল খুলে যাওয়া বিরল হলেও, তা সরাসরি ফ্লাইট সেফটির সঙ্গে যুক্ত নয়। তবু বিষয়টিকে হালকা ভাবে নেওয়া যায় না। ” আরও পড়ুন:কাকার সঙ্গে প্রেম! সুপারি কিলার দিয়ে স্বামীকে ‘খুন’ নববধূর

air india

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version