Saturday, November 8, 2025

বিজেপিতে ব্রাত্য! নতুন রাজ্য সভাপতি দায়িত্বভার নেওয়ার পরে মন খারাপ প্রাক্তনের!

Date:

রাজ্য সভাপতি পদে তাঁকে যে ফেরানো হবে না, তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। যার পিছনে আরএসএস-এর সঙ্গে দিলীপ ঘোষের (Dilip Ghosh) দূরত্বকে একটা বড় কারণ হিসেবে ধরা হচ্ছিল। তবে বাস্তবে বাংলার রাজ্য সভাপতি (state president) পদে শমিক ভট্টাচার্য (Shamik Bhattacharya) কাজ শুরু করার পর কী মন খারাপ দিলীপের। যদিও তিনি মনে করিয়ে দিচ্ছেন ‘মার্কেটে’ (market) দিলীপ ঘোষ আছেন।

সুকান্ত মজুমদারের পর বাংলার বিজেপি রাজ্য সভাপতি কে, এই প্রশ্ন বারবার করা হলে একই উত্তর দিয়েছেন দিলীপ ঘোষ – দল যেমন চাইবে তেমনি হবে। নতুন রাজ্য সভাপতি (state president) নির্বাচিত হওয়ার পরও উত্তরে কোথাও বদল হল না, ঠিক যেন একই স্ক্রিপ্ট আওড়ে গেলেন দিলীপ। বাংলায় বিজেপির সবথেকে সফল রাজ্য সভাপতি বৃহস্পতিবারই স্বাগত জানিয়েছিলেন নতুন পদে আসীন শমিককে। বিদায়ী রাজ্য সভাপতি সুকান্ত (Sukanta Majumder) তবু ও কেন্দ্রীয় মন্ত্রীত্বে আছেন। কিন্তু দিলীপ ঘোষ কোথাও নেই।

তাহলে দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যত কি? এই প্রশ্নের উত্তরে দিলীপের দাবি, আমার রাজনৈতিক ভবিষ্যত পার্টি ঠিক করবে। আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল। আমি নিজে থেকে আসিনি। পার্টি চেয়েছে তাই আমি এসেছি। পার্টি আমাকে দুবার রাজ্য সভাপতি (state president) করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা করেছে। আমি নিজে থেকে কিছু চাইনি। পার্টি আমাকে গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে। আমি নিজে এগুলোর কোনোটাই চাইনি। পার্টি যদি মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তাহলে তাই করব। আমাকে ডাকলে আমি যাই। না ডাকলে যাইনা।

কখনও নিজের রাজনৈতিক কর্মসূচি, কখনওবা রাজনৈতিক সৌজন্যের মধ্যে দিয়ে বারবার চমকে দিয়েছেন দিলীপ ঘোষ। শমিক ভট্টাচার্যের রাজ্য সভাপতি হিসাবে প্রথম কাজের দিন বিজেপির মঞ্চে অনুপস্থিত দিলীপ। তাহলে কী দিলীপের সঙ্গে নৈকট্য বাড়ছে তৃণমূলের? এই প্রশ্নের উত্তর যদিও কল্পনা বলে উড়িয়ে দিতে চাইলেন দিলীপ। তিনি জানান, কল্পনা করতে তো পয়সা লাগে না। অনেকেই করছে। ২১ তারিখ পর্যন্ত কল্পনার (imagination) ডেট দেওয়া হয়েছে। তারিখ পে তারিখ।

আরও পড়ুন : ভোররাতে সাউথ ক্যালকাটা ল কলেজে পুলিশ! সঙ্গে অভিযুক্তরা

সেই সঙ্গে বিভিন্নভাবে তৃণমূলের সঙ্গে দিলীপ ঘোষের যোগ তৈরি করে আদতে যে দিলীপ ঘোষকেই মার্কেটে রাখা হচ্ছে সেই দাবি তুলে দিলীপ (Dilip Ghosh) জানান, কিছু একটা মার্কেটে থাকে। দিলীপ ঘোষ মার্কেটে (market) আছে। আমার সঙ্গে কুণাল, অরূপের অনেক আগে থেকে পরিচয়। এখনও আছে। আগামী দিনেও থাকবে। দিলীপ ঘোষ ওরকম ভাবে ভাবে না। কাল শত্রু ছিল আজ বন্ধু হল আবার পরেরদিন শত্রু হল, দিলীপ ঘোষ ওইভাবে ভাবে না। যারা ওরকম করে তাদের সমস্যা আছে। দিলীপ ঘোষের এরকম কোনও সমস্যা নেই।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version