Thursday, August 21, 2025

বিজেপিতে ব্রাত্য! নতুন রাজ্য সভাপতি দায়িত্বভার নেওয়ার পরে মন খারাপ প্রাক্তনের!

Date:

রাজ্য সভাপতি পদে তাঁকে যে ফেরানো হবে না, তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। যার পিছনে আরএসএস-এর সঙ্গে দিলীপ ঘোষের (Dilip Ghosh) দূরত্বকে একটা বড় কারণ হিসেবে ধরা হচ্ছিল। তবে বাস্তবে বাংলার রাজ্য সভাপতি (state president) পদে শমিক ভট্টাচার্য (Shamik Bhattacharya) কাজ শুরু করার পর কী মন খারাপ দিলীপের। যদিও তিনি মনে করিয়ে দিচ্ছেন ‘মার্কেটে’ (market) দিলীপ ঘোষ আছেন।

সুকান্ত মজুমদারের পর বাংলার বিজেপি রাজ্য সভাপতি কে, এই প্রশ্ন বারবার করা হলে একই উত্তর দিয়েছেন দিলীপ ঘোষ – দল যেমন চাইবে তেমনি হবে। নতুন রাজ্য সভাপতি (state president) নির্বাচিত হওয়ার পরও উত্তরে কোথাও বদল হল না, ঠিক যেন একই স্ক্রিপ্ট আওড়ে গেলেন দিলীপ। বাংলায় বিজেপির সবথেকে সফল রাজ্য সভাপতি বৃহস্পতিবারই স্বাগত জানিয়েছিলেন নতুন পদে আসীন শমিককে। বিদায়ী রাজ্য সভাপতি সুকান্ত (Sukanta Majumder) তবু ও কেন্দ্রীয় মন্ত্রীত্বে আছেন। কিন্তু দিলীপ ঘোষ কোথাও নেই।

তাহলে দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যত কি? এই প্রশ্নের উত্তরে দিলীপের দাবি, আমার রাজনৈতিক ভবিষ্যত পার্টি ঠিক করবে। আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল। আমি নিজে থেকে আসিনি। পার্টি চেয়েছে তাই আমি এসেছি। পার্টি আমাকে দুবার রাজ্য সভাপতি (state president) করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা করেছে। আমি নিজে থেকে কিছু চাইনি। পার্টি আমাকে গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে। আমি নিজে এগুলোর কোনোটাই চাইনি। পার্টি যদি মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তাহলে তাই করব। আমাকে ডাকলে আমি যাই। না ডাকলে যাইনা।

কখনও নিজের রাজনৈতিক কর্মসূচি, কখনওবা রাজনৈতিক সৌজন্যের মধ্যে দিয়ে বারবার চমকে দিয়েছেন দিলীপ ঘোষ। শমিক ভট্টাচার্যের রাজ্য সভাপতি হিসাবে প্রথম কাজের দিন বিজেপির মঞ্চে অনুপস্থিত দিলীপ। তাহলে কী দিলীপের সঙ্গে নৈকট্য বাড়ছে তৃণমূলের? এই প্রশ্নের উত্তর যদিও কল্পনা বলে উড়িয়ে দিতে চাইলেন দিলীপ। তিনি জানান, কল্পনা করতে তো পয়সা লাগে না। অনেকেই করছে। ২১ তারিখ পর্যন্ত কল্পনার (imagination) ডেট দেওয়া হয়েছে। তারিখ পে তারিখ।

আরও পড়ুন : ভোররাতে সাউথ ক্যালকাটা ল কলেজে পুলিশ! সঙ্গে অভিযুক্তরা

সেই সঙ্গে বিভিন্নভাবে তৃণমূলের সঙ্গে দিলীপ ঘোষের যোগ তৈরি করে আদতে যে দিলীপ ঘোষকেই মার্কেটে রাখা হচ্ছে সেই দাবি তুলে দিলীপ (Dilip Ghosh) জানান, কিছু একটা মার্কেটে থাকে। দিলীপ ঘোষ মার্কেটে (market) আছে। আমার সঙ্গে কুণাল, অরূপের অনেক আগে থেকে পরিচয়। এখনও আছে। আগামী দিনেও থাকবে। দিলীপ ঘোষ ওরকম ভাবে ভাবে না। কাল শত্রু ছিল আজ বন্ধু হল আবার পরেরদিন শত্রু হল, দিলীপ ঘোষ ওইভাবে ভাবে না। যারা ওরকম করে তাদের সমস্যা আছে। দিলীপ ঘোষের এরকম কোনও সমস্যা নেই।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version