Tuesday, November 4, 2025

পূর্বাভাস ছিলই। সেই মতো শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ আর বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ। কিছু জেলায় বেশি, তো কিছু জেলায় অতি ভারী বৃষ্টি (severe rain) শুক্রবার সকাল থেকেই। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরের জেলাতেও বৃষ্টির জেরে নাজেহাল পরিস্থিতি শুক্রবার। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) রবিবার পর্যন্ত এভাবেই দুর্যোগ জারি থাকবে দক্ষিণের জেলাগুলিতে।

শুক্রবার সকাল থেকে দক্ষিণ বঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া মুর্শিদাবাদে অতি ভারী বৃষ্টির (severe rain) পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগণা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও দুই বর্ধমানে রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। রয়েছে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস।

উত্তরের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের অন্যান্য জেলাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস (forecast) রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণের সব জেলাতেই শুক্রবার মেঘলা আকাশের পূর্বাভাস রয়েছে। ফলে কলকাতার আকাশও সারাদিন থাকবে মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে শুক্রবার। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হবে কিছু জায়গায়। সেই সঙ্গে থাকবে আর্দ্রতা (humidity) জনিত অস্বস্তিও।

আরও পড়ুন: দায়িত্ব নেননি সন্তানের, তবু সন্তানকেই মায়ের ভার দিল আদালত 

আবহাওয়া দফতর পূর্বাভাসে জানাচ্ছে, এই দুর্যোগ পরিস্থিতি জারি থাকবে শনিবার এবং রবিবারও। তার মধ্যে শনিবার দক্ষিণের দুই চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related articles

মুখোমুখি যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি! ছত্তিশগড়ে বিরাট দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু

এমন দুর্ঘটনা যেন ছিল সময়ে অপেক্ষা। ভারতীয় রেলের নজিরবিহীন গাফিলতিতে ফের বড় সড় ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে...

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...
Exit mobile version