Monday, November 3, 2025

পূর্বাভাস ছিলই। সেই মতো শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ আর বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ। কিছু জেলায় বেশি, তো কিছু জেলায় অতি ভারী বৃষ্টি (severe rain) শুক্রবার সকাল থেকেই। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরের জেলাতেও বৃষ্টির জেরে নাজেহাল পরিস্থিতি শুক্রবার। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) রবিবার পর্যন্ত এভাবেই দুর্যোগ জারি থাকবে দক্ষিণের জেলাগুলিতে।

শুক্রবার সকাল থেকে দক্ষিণ বঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া মুর্শিদাবাদে অতি ভারী বৃষ্টির (severe rain) পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগণা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও দুই বর্ধমানে রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। রয়েছে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস।

উত্তরের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের অন্যান্য জেলাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস (forecast) রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণের সব জেলাতেই শুক্রবার মেঘলা আকাশের পূর্বাভাস রয়েছে। ফলে কলকাতার আকাশও সারাদিন থাকবে মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে শুক্রবার। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হবে কিছু জায়গায়। সেই সঙ্গে থাকবে আর্দ্রতা (humidity) জনিত অস্বস্তিও।

আরও পড়ুন: দায়িত্ব নেননি সন্তানের, তবু সন্তানকেই মায়ের ভার দিল আদালত 

আবহাওয়া দফতর পূর্বাভাসে জানাচ্ছে, এই দুর্যোগ পরিস্থিতি জারি থাকবে শনিবার এবং রবিবারও। তার মধ্যে শনিবার দক্ষিণের দুই চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...
Exit mobile version