Wednesday, August 20, 2025

পূর্বাভাস ছিলই। সেই মতো শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ আর বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ। কিছু জেলায় বেশি, তো কিছু জেলায় অতি ভারী বৃষ্টি (severe rain) শুক্রবার সকাল থেকেই। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরের জেলাতেও বৃষ্টির জেরে নাজেহাল পরিস্থিতি শুক্রবার। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) রবিবার পর্যন্ত এভাবেই দুর্যোগ জারি থাকবে দক্ষিণের জেলাগুলিতে।

শুক্রবার সকাল থেকে দক্ষিণ বঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া মুর্শিদাবাদে অতি ভারী বৃষ্টির (severe rain) পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগণা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও দুই বর্ধমানে রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। রয়েছে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস।

উত্তরের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের অন্যান্য জেলাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস (forecast) রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণের সব জেলাতেই শুক্রবার মেঘলা আকাশের পূর্বাভাস রয়েছে। ফলে কলকাতার আকাশও সারাদিন থাকবে মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে শুক্রবার। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হবে কিছু জায়গায়। সেই সঙ্গে থাকবে আর্দ্রতা (humidity) জনিত অস্বস্তিও।

আরও পড়ুন: দায়িত্ব নেননি সন্তানের, তবু সন্তানকেই মায়ের ভার দিল আদালত 

আবহাওয়া দফতর পূর্বাভাসে জানাচ্ছে, এই দুর্যোগ পরিস্থিতি জারি থাকবে শনিবার এবং রবিবারও। তার মধ্যে শনিবার দক্ষিণের দুই চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...
Exit mobile version