দায়িত্ব পালন করেননি মা। সন্তানকে ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু আদালতের চোখে এর পরেও সন্তান মায়ের দায়িত্ব অবহেলা করতে পারে না। তাই ১৫ বছর পর সন্তানকে নিজের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার দাবি জানানো মায়ের পক্ষেই রায় দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।
স্বামীর সঙ্গে বনিবানা না হওয়ায় ইন্দ্রানী রায় ছোট্ট ছেলে অভিজ্ঞানকে নিয়েই বাপের বাড়ি চলে যান। তিনি এরপর জড়িয়ে পড়েন বিবাহ বহির্ভূত সম্পর্কে (extra marital affairs)। স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ না হলেও সন্তানকে বাপের বাড়ি রেখেই অন্য পুরুষের সঙ্গে জীবন কাটান তিনি।
১৫ বছর খোঁজ নেননি ছেলে অভিজ্ঞানের। তিনি কোথায়, কিভাবে রয়েছেন জানা ছিল না মায়ের। তাই খাবার এবং ওষুধের জন্য অর্থের দাবি জানিয়ে আদালতে যখন অভিজ্ঞানের বিরুদ্ধে মামলা করেন তখন যে নাবিক অভিজ্ঞান মধ্য আটলান্টিকে (Atlantic ocean) তা মায়ের জানা ছিল না।
লম্বা সময় পরে অর্থের দাবি জানিয়ে মা ফিরে আসতেই ভরণপোষণের দায়িত্ব নিতে অস্বীকার করেন অভিজ্ঞান। কিন্তু আদালতের রায়, মায়ের প্রয়োজনীয় খাবার এবং ওষুধপত্রের দায়িত্ব ছেলেকেই নিতে হবে। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ দায়িত্বজ্ঞানহীন মায়ের দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেয় ছেলেকে।
–
–
–
–
–
–
–
–
–
–
–