Saturday, July 5, 2025

মুখ্যমন্ত্রীর আপত্তি অগ্রাহ্য করে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালাতে মরিয়া কমিশন

Date:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপত্তি এবং তৃণমূল কংগ্রেসের বিরোধিতা সত্ত্বেও পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (Special Intensive Revision) চালু করতে চায় নির্বাচন কমিশন (ECI)। সূত্রের খবর, কমিশনের সবুজ সংকেত পেলেই চলতি জুলাই মাসের শেষ বা আগস্টের শুরু থেকেই এই প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

কমিশনের (ECI) তরফে দাবি করা হয়েছে, রাজ্যে শেষবার এই ধরনের সংশোধনী হয়েছিল ২০০২ সালে। সেই ‘বেস ইয়ার’ ধরে রেখেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ সংস্কার প্রয়োজন। ইতিমধ্যেই বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে, কালীগঞ্জ উপনির্বাচনকেও রোল মডেল করা হয়েছে, যেখানে ভোটার তালিকায় প্রায় ৫,৮০০ জনের নাম বাদ গিয়েছিল এবং যুক্ত হয়েছিল ৩,০০০-এর বেশি নতুন নাম।

এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর অভিযোগ, এনআরসি-র ছায়ায় পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি কমিশনকে বিজেপির ‘এজেন্ট’ বলেও কটাক্ষ করেছেন। দিল্লিতে গিয়ে তৃণমূলের প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে এই সংশোধনীর বিরোধিতা করে এবং ২০২৪ সালের লোকসভা ভোটের তালিকাকেই ভিত্তি করার দাবি জানায়।তবে কমিশন কোনও আপত্তির তোয়াক্কা না করেই নির্ধারিত নিয়মে এবং নিরাপত্তার সঙ্গে এই বিশেষ নিবিড় সংশোধনী চালু হবে। বুথ লেভেল অফিসাররা কাজে বাধা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে সরাসরি এফআইআর করারও নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে ফের নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত।

Related articles

সিরাজ, আকাশের দাপটে ফ্রন্টফুটে ভারত

বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে...

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...
Exit mobile version