Friday, August 22, 2025

মুখ্যমন্ত্রীর আপত্তি অগ্রাহ্য করে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালাতে মরিয়া কমিশন

Date:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপত্তি এবং তৃণমূল কংগ্রেসের বিরোধিতা সত্ত্বেও পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (Special Intensive Revision) চালু করতে চায় নির্বাচন কমিশন (ECI)। সূত্রের খবর, কমিশনের সবুজ সংকেত পেলেই চলতি জুলাই মাসের শেষ বা আগস্টের শুরু থেকেই এই প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

কমিশনের (ECI) তরফে দাবি করা হয়েছে, রাজ্যে শেষবার এই ধরনের সংশোধনী হয়েছিল ২০০২ সালে। সেই ‘বেস ইয়ার’ ধরে রেখেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ সংস্কার প্রয়োজন। ইতিমধ্যেই বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে, কালীগঞ্জ উপনির্বাচনকেও রোল মডেল করা হয়েছে, যেখানে ভোটার তালিকায় প্রায় ৫,৮০০ জনের নাম বাদ গিয়েছিল এবং যুক্ত হয়েছিল ৩,০০০-এর বেশি নতুন নাম।

এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর অভিযোগ, এনআরসি-র ছায়ায় পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি কমিশনকে বিজেপির ‘এজেন্ট’ বলেও কটাক্ষ করেছেন। দিল্লিতে গিয়ে তৃণমূলের প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে এই সংশোধনীর বিরোধিতা করে এবং ২০২৪ সালের লোকসভা ভোটের তালিকাকেই ভিত্তি করার দাবি জানায়।তবে কমিশন কোনও আপত্তির তোয়াক্কা না করেই নির্ধারিত নিয়মে এবং নিরাপত্তার সঙ্গে এই বিশেষ নিবিড় সংশোধনী চালু হবে। বুথ লেভেল অফিসাররা কাজে বাধা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে সরাসরি এফআইআর করারও নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে ফের নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version