শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন শুভমন গিল (Shubman Gill)। ভারতের কঠিন সময়ে হাল যেমন ধরেছেন, তেমনই খেলেছেন ২৬৯ রানের এক অনবদ্য ইনিংস। ইংল্যান্ডের বিরুদ্ধে কার্যত বিরাট চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে দূর্ভেদ্য এজবাস্টনে। প্রথম ইনিংসে ভারতের ৫৮৭। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ৭৭।
টানা দেড় দিন ব্যাটিং। এজবাস্টনের পিচে এদিন ব্রিটিশ বোলারদের ওপর একা হাতে শাসন করলেন ভারতীয় দলের তরুণ অধিনায়ক। তিনি যখন দ্বিশতরান পূর্ণ করলেন তখন ভারতীয় ড্রেসিংরুম তো বটেই, গোটা এজবাস্টনের দর্শকরা কুর্নিশ জানালেন শুভমন গিলকে (Shubman Gill)। তবে এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল গিল এবং জাদেজার পার্টনারশিপটা।
রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) অল্পের জন্য সেঞ্চুরি মাঠে ফেলে গেছেন। কিন্তু যে ইনিংসটা তিনি খেলে গিয়েছে তা অস্বীকার করার জায়গা নেই। তাঁর যোগ্য সঙ্গতেই যে এদিন ভারতের রানের পাহাড় তৈরি করেছেন তা বলার অপেক্ষা রাখে না।
জাদেজা যখন ৮৯ রানে ফিরছেন সেই সময় ভারতের রান ৪১৪। ২০০ রানের ওপর পার্টনারশিপ। এরপর গিলের সঙ্গে ক্রিজে লড়াই শুরু ওয়াশিংটন সুন্দরের। তিনি ৪২ রান করলেও, দীর্ঘক্ষণ ক্রিজে ছিলেন। অবশেষে ২৬৯ রানেই থামেন শুভমন গিল। ভারতের প্রথম ইনিংস শেষ ৫৮৭ রানে।
জবাবে ব্যাটিং করতে ইংল্যান্ড কিন্তু বেশ চাপে। কারণ ৭৭ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়েছে তারা। দুটো উইকেট একাই তুলে নিয়েছেন আকাশদীপ। আরেকটা উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ। দিনের শেষে ইংল্যান্ডের ক্রিজে রয়েছেন জো রুট এবং হ্যারি ব্রুক। তৃতীয় দিন যদি এই দুজন তাড়াতাড়ি ফিরে যান তবে ভারত যে অনেকটাই এগিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।
–
–
–
–
–
–
–
–
–
–