Thursday, August 21, 2025

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন শুভমন গিল (Shubman Gill)। ভারতের কঠিন সময়ে হাল যেমন ধরেছেন, তেমনই খেলেছেন ২৬৯ রানের এক অনবদ্য ইনিংস। ইংল্যান্ডের বিরুদ্ধে কার্যত বিরাট চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে দূর্ভেদ্য এজবাস্টনে। প্রথম ইনিংসে ভারতের ৫৮৭। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ৭৭।

টানা দেড় দিন ব্যাটিং। এজবাস্টনের পিচে এদিন ব্রিটিশ বোলারদের ওপর একা হাতে শাসন করলেন ভারতীয় দলের তরুণ অধিনায়ক। তিনি যখন দ্বিশতরান পূর্ণ করলেন তখন ভারতীয় ড্রেসিংরুম তো বটেই, গোটা এজবাস্টনের দর্শকরা কুর্নিশ জানালেন শুভমন গিলকে (Shubman Gill)। তবে এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল গিল এবং জাদেজার পার্টনারশিপটা।

রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) অল্পের জন্য সেঞ্চুরি মাঠে ফেলে গেছেন। কিন্তু যে ইনিংসটা তিনি খেলে গিয়েছে তা অস্বীকার করার জায়গা নেই। তাঁর যোগ্য সঙ্গতেই যে এদিন ভারতের রানের পাহাড় তৈরি করেছেন তা বলার অপেক্ষা রাখে না।

জাদেজা যখন ৮৯ রানে ফিরছেন সেই সময় ভারতের রান ৪১৪। ২০০ রানের ওপর পার্টনারশিপ। এরপর গিলের সঙ্গে ক্রিজে লড়াই শুরু ওয়াশিংটন সুন্দরের। তিনি ৪২ রান করলেও, দীর্ঘক্ষণ ক্রিজে ছিলেন। অবশেষে ২৬৯ রানেই থামেন শুভমন গিল। ভারতের প্রথম ইনিংস শেষ ৫৮৭ রানে।

জবাবে ব্যাটিং করতে ইংল্যান্ড কিন্তু বেশ চাপে। কারণ ৭৭ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়েছে তারা। দুটো উইকেট একাই তুলে নিয়েছেন আকাশদীপ। আরেকটা উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ। দিনের শেষে ইংল্যান্ডের ক্রিজে রয়েছেন জো রুট এবং হ্যারি ব্রুক। তৃতীয় দিন যদি এই দুজন তাড়াতাড়ি ফিরে যান তবে ভারত যে অনেকটাই এগিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version