Thursday, November 6, 2025

বেলা ১২টায় হঠাৎ করে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে (Lalbazar) হাজির অভিনেতা জিতু কামাল (Jitu Kamal)। ব্যাপর কী! আবার কোনও সমস্যায় জড়ালেন না কি! না কি কোনও কেসের তদন্ত করতে অরণ্য চট্টোপাধ্যায় পৌঁছে ছিলেন সেখানে? ছবি দেখে তুমুল কৌতুহল জিতুর ফ্যানেদের।

সাংবাদিক-পরিচালক দুলাল দে (Dulal De)-র প্রথম পূর্ণ দৈর্ঘের ছবি ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’-এ গোয়েন্দা চরিত্রে অভিনয় করেন জিতু। অরণ্য চট্টোপাধ্যায় নামে চরিত্রটি একাধারে ডাক্তারি পড়ুয়া ও গোয়েন্দা। সেই সিনেমার গল্প নিয়ে দীপ প্রকাশনীর থেকে এবার প্রকাশিত হয়েছে একই নামের একটি বই। সেই বইয়ের মোড়ক উন্মোচনে শুক্রবার বেলা ১২টা নাগাদ লালবাজারে হাজির হন ছবির হিরো জিতু। সঙ্গে লেখক-পরিচালক দুলাল দে, প্রকাশনা সংস্থার কর্ণধার দীপ্তাংশু মণ্ডল। পুলিশ কমিশনার মনোজ ভার্মার হাতে বইটি তুলে দেন জিতু। ছিলেন ডেপুটি কমিশনার অলোক সান্যাল।

অরণ্য’র প্রাচীন প্রবাদ’ ছবিতে নতুন গোয়েন্দা চরিত্র ‘অরণ্য চট্টোপাধ্যায়’-কে পর্দায় আনেন দুলাল। সেই গল্পই এবার প্রকাশ হল বই আকারে। প্রথম ছবিতেই সাড়া ফেলে দেন দুলাল। ফলে ‘অরণ্য চট্টোপাধ্যায়’-কে আবার বড়পর্দায় দেখতে চান দর্শকরা। তাহলে কি পরের ছবি আসছে? জিতু ও দুলাল জানান, খুব শীঘ্রই পর্দায় ফিরছে ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। পরিচালক-লেখক দুলাল জানান, জোরকদমে চলছে দ্বিতীয় পর্বের চিত্রনাট্য লেখার কাজ এখন। তবে, এই ছবিতে কিছু চরিত্র এবং অভিনেতা বদল হতে পারে। পরের ছবিতে থাকবেন না রাফিয়াত রশিদ মিথিলা।
আরও খবরপ্রেমে বাধা-অপমানের প্রতিশোধ! বৈদ্যবাটির যুগলকে খুন বোনের প্রেমিকের

জীতু (Jitu Kamal) জানান, “এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন আমার বড় পর্দার কাজ প্রশংসিত। ছোট পর্দার কাজ দর্শকেরা ভালবেসে দেখছেন। আবার আমার অভিনীত চরিত্র বইয়ের আকার নিল। বাংলার গোয়েন্দা কুলে আরও এক গোয়েন্দা যুক্ত হল। অবশ্যই ভাল লাগছে।” এই ছবির অন্যতম অভিনেতা তথা ডেপুটি পুলিশ কমিশনার অলোক সান্যাল বলেন, “এই প্রথম আমার কোনও ছবি বই আকারে বেরোল। ফলে, তার আনন্দই আলাদা। পড়ে দেখতে হবে।” ছবির সিক্যুয়েলেও তিনি থাকবেন বলে আশা অলোকের।

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version