প্রায় এক বছর পরে ঘটা করে বিজেপির রাজ্য সভাপতি নাম ঘোষণা করা হল। মঞ্চে উপস্থিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেখানেই চরম অবমাননা হিন্দু ধর্মের। মা কালীর (Goddess Kali) পাশে স্থান দেওয়া হল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। বিজেপির নেতৃত্বের ধর্মকে কলুষিত করা পদক্ষেপের প্রতিবাদ বাংলার শাসক দল তৃণমূলের।
বৃহস্পতিবার কলকাতার একটি প্রেক্ষাগৃহে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রবি শংকর প্রসাদ, অমিত মালব্য, সুনীল বনসলের উপস্থিতিতে ঘোষণা হল রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) নাম। আর সেই মঞ্চের পিছনে মা কালীর বড় ছবি। আর তার পাশেই নরেন্দ্র মোদির ছবি।
বিজেপির এই ধৃষ্টতাকে ধুইয়ে দিল তৃণমূল। স্মরণ করিয়ে দেওয়া হল, একসময় নরেন্দ্র মোদির নিজের বার্তা – কখনও কখনও মনে হয় আমিই ভগবান। এমনকি তাঁর বলা নন-বায়োলজিক্যাল ঈশ্বরের দূত বক্তব্যকে। রথযাত্রার আগে বিজেপি সাংসদ সম্বিত পাত্র দাবি করেছিলেন, প্রভু জগন্নাথ (Lord Jagannath) মোদিজীর ভক্ত। আর এবার মোদিকে (Narendra Modi) মা কালীর (Goddess Kali) সঙ্গে একই আসনে বসালো বঙ্গ বিজেপি।
সেখানেই বাংলার শাসক দল তৃণমূলের দাবি, মোদির ছবি নিজেদের অনুষ্ঠানের মঞ্চের পিছনে মা কালীর পাশে দাঁড় করিয়ে বিজেপি একের পর এক ধর্মকে কলুষিত করে চলেছে। এটা এক ধরনের ধর্মনিন্দা। একে বিদ্বেষপূর্ণ আত্মগরিমার প্রকাশ বলতে হবে। ঈশ্বরের স্থানকে অধিকার করা, বিশ্বাসকে হাইজ্যাক (hijack) করা এবং মোদিকে ঈশ্বরের অবতার হিসাবে তুলে ধরাই ২০২৬-এ বিজেপির রোড ম্যাপ (road map)। এরা ভয়ংকরভাবে বাস্তবতার থেকে অনেক দূরে।
আরও পড়ুন: বিজেপিতে ব্রাত্য! নতুন রাজ্য সভাপতি দায়িত্বভার নেওয়ার পরে মন খারাপ প্রাক্তনের!
তৃণমূলের পক্ষ থেকে বাংলার মানুষের বিশ্বাস সম্পর্কে স্পষ্ট করে দেওয়া হয়, আমরা বাংলায় মা-কালীকে পুজো করি। কোনও ধার্মিকের মুখোশধারী ভোট পিপাসু অবিশ্বাসীকে নয়।
PM @narendramodi’s internal monologue these days: “𝐊𝐚𝐛𝐡𝐢 𝐊𝐚𝐛𝐡𝐢 𝐋𝐚𝐠𝐭𝐚 𝐇𝐚𝐢 𝐤𝐢 𝐀𝐩𝐮𝐧 𝐇𝐢 𝐁𝐡𝐚𝐠𝐰𝐚𝐧 𝐇𝐚𝐢.”
From declaring himself a “non-biological messenger of God”, to @sambitswaraj claiming Lord Jagannath is Modi ji’s devotee, and now, @BJP4Bengal… pic.twitter.com/e17JqrNaae
— All India Trinamool Congress (@AITCofficial) July 4, 2025
–
–
–
–
–
–
–