Friday, July 4, 2025

বেশ কয়েকদিন পর ফের বড় রান পেয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ৮৯ রানের ইনিংস খেলেছিলেন জাড্ডু। ছুঁয়েছেন কপিল দেবের (Kapil Dev) রেকর্ডও। কিন্তু এর মাঝেই ফের বিতর্কে ভারতীয় দলের স্যার জাড্ডু। বোর্ডের নিয়ম ভঙ্গের অভিযোগ এবার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) বিরুদ্ধে। আর তাতেই শাস্তিও নাকি হতে পারে তাঁর। যদিও বোর্ডের তরফে অবশ্য সেভাবে কিছু জানানো হয়নি।

কিন্তু এরপর থেকেই শুরু হয়েছে যে জাদেজা (Ravindra Jadeja) কোন নিয়ম ভাঙলেন। বর্ডার-গাভাসকর ট্রফির পরই ক্রিকেটারদের আরও শৃঙ্খল করতে প্রায় ১০ দফা নিয়ম জারি করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই একটি নিয়ম নাকি জাদেজা ভেঙেছেন। সেই দশ দফা নিয়মের মধ্যে একটি ছিল যে ক্রিকেটাররা প্রস্তুতি হোক বা ম্যাচের সময় মাঠে যাওয়া, দলের সঙ্গেই যেতে হবে। কোনও ক্রিকেটারই একা যেতে পারবেন না মাঠে। এমনকি পরিবারের সদস্যদের সঙ্গেও যেতে পারবেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট চলাকালীন নাকি সেই নিয়মই ভেঙেছেন জাড্ডু।

সূত্রের খবর দ্বিতীয় দিন নিজের ব্যাটিং আরও মজবুত করার জন্য নাকি দলের আগেই মাঠে পৌঁছে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। খানিকটা বাড়তি প্রস্তুতি সারতে চেয়েছিলেন। এরপরই ৮৯ রানের ইনিংস খেলেছেন জাদেজা। শুভমন গিলের ২৬৯ রানের লক্ষ্যে পৌঁছতে জাদেজার অবদানও যে কম নয় তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু নিয়ম ভেঙে ফেলেছেন জাদেজা।

তবে কি এবার শাস্তির আওতায় পড়তে হবে ভারতীয় ক্রিকেটের এই তারকাকে। এখনও পর্যন্ত অবশ্য বোর্ডের তরফ থেকে সেভাবে কিছুই জানানো হয়নি। তবে হাল্কা বিতর্ক কিন্তু শুরু হয়ে গিয়েছে।

Related articles

রুট, স্টোকসকে ফিরিয়ে জবাব মহম্মদ সিরাজের

জসপ্রীত বুমরাহ দ্বিতীয় টেস্টে নেই। ভারতের বোলিং লাইনআপ নিয়ে কার্যত আতঙ্কের কথাই শোনা গিয়েছিল সকলের মুখে। বিশেষ করে...

রেজিস্ট্রেশন সাসপেন্ড করার সিদ্ধান্তের বিরোধিতায় হাই কোর্টের দ্বারস্থ শান্তনু

ভুয়ো বিদেশী ডিগ্রি ব্যবহারে ‘দোষী সাব্যস্ত’ শান্তনু সেনের (Shantanu Sen) রেজিস্ট্রেশন ২ বছরের জন্য সাসপেন্ড করেছে ওয়েস্ট বেঙ্গল...

বৃষ্টিভেজা উইকেন্ডে থ্রিলারের সম্ভারে ‘বরষার বই-তরণী’ কলেজ স্ট্রিটে 

আষাঢ়ের বর্ষণমুখর শুক্রবারে বইপাড়ায় বইমেলার আয়োজন। কলেজ স্ট্রিটের কফি হাউজের তিন তলায় দীপ প্রকাশনের (Deep Prakashan) প্রাঙ্গণে 'থ্রিলার'...

ডার্বিতে হ্যাটট্রিকের নায়ক কিয়ান ফিরলেন মোহনবাগানে

জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই চলছিল। অপেক্ষাটা ছিল শুধু ঘোষণা হওয়ার। আসন্ন মরসুমে মোহনবাগান সুপারজায়ান্টের (MBSG) জার্সিতেই ফের মাঠে...
Exit mobile version