Wednesday, November 5, 2025

দ্বিতীয় টেস্ট চলাকালীনই বোর্ডের নিয়ম ভঙ্গ জাদেজার

Date:

বেশ কয়েকদিন পর ফের বড় রান পেয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ৮৯ রানের ইনিংস খেলেছিলেন জাড্ডু। ছুঁয়েছেন কপিল দেবের (Kapil Dev) রেকর্ডও। কিন্তু এর মাঝেই ফের বিতর্কে ভারতীয় দলের স্যার জাড্ডু। বোর্ডের নিয়ম ভঙ্গের অভিযোগ এবার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) বিরুদ্ধে। আর তাতেই শাস্তিও নাকি হতে পারে তাঁর। যদিও বোর্ডের তরফে অবশ্য সেভাবে কিছু জানানো হয়নি।

কিন্তু এরপর থেকেই শুরু হয়েছে যে জাদেজা (Ravindra Jadeja) কোন নিয়ম ভাঙলেন। বর্ডার-গাভাসকর ট্রফির পরই ক্রিকেটারদের আরও শৃঙ্খল করতে প্রায় ১০ দফা নিয়ম জারি করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই একটি নিয়ম নাকি জাদেজা ভেঙেছেন। সেই দশ দফা নিয়মের মধ্যে একটি ছিল যে ক্রিকেটাররা প্রস্তুতি হোক বা ম্যাচের সময় মাঠে যাওয়া, দলের সঙ্গেই যেতে হবে। কোনও ক্রিকেটারই একা যেতে পারবেন না মাঠে। এমনকি পরিবারের সদস্যদের সঙ্গেও যেতে পারবেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট চলাকালীন নাকি সেই নিয়মই ভেঙেছেন জাড্ডু।

সূত্রের খবর দ্বিতীয় দিন নিজের ব্যাটিং আরও মজবুত করার জন্য নাকি দলের আগেই মাঠে পৌঁছে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। খানিকটা বাড়তি প্রস্তুতি সারতে চেয়েছিলেন। এরপরই ৮৯ রানের ইনিংস খেলেছেন জাদেজা। শুভমন গিলের ২৬৯ রানের লক্ষ্যে পৌঁছতে জাদেজার অবদানও যে কম নয় তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু নিয়ম ভেঙে ফেলেছেন জাদেজা।

তবে কি এবার শাস্তির আওতায় পড়তে হবে ভারতীয় ক্রিকেটের এই তারকাকে। এখনও পর্যন্ত অবশ্য বোর্ডের তরফ থেকে সেভাবে কিছুই জানানো হয়নি। তবে হাল্কা বিতর্ক কিন্তু শুরু হয়ে গিয়েছে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version