Saturday, July 5, 2025

বৃষ্টি-বন্যা-ধসে বিধ্বস্ত হিমাচল প্রদেশ, মৃত ৬৯, ঘরছাড়া হাজারের বেশি

Date:

বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত হিমাচল প্রদেশ (Himachal Paradesh)। মুষলধারে বৃষ্টি (Heavy Rain)-বন্যা-ধসের জেরে এ রাজ্যের জেলায় জেলায় ধ্বংসযজ্ঞ দেখা দিয়েছে। সিমলা থেকে শুরু করে মান্ডি এবং সিরমৌরের উপত্যকা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে। ২০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বৃষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে ৬৯ জনের, আহত শতাধিক। নিখোঁজ ৩৭। হাজার হাজার মানুষ ঘরছাড়া।

বৃষ্টি-ধসের জেরে রাজ্যের পরিকাঠামোর ওপর বড় প্রভাব পড়েছে। অসংখ্য রাস্তা বন্ধ হয়ে গিয়েছে এবং জল সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। মৌসম ভবন জানিয়েছে, আগামী ৯ জুলাই পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। জারি থাকবে সতর্কতা।

গত ২৪ ঘণ্টায় পাচ্ছাদে সর্বোচ্চ ১৩৩.৩ মিমি, বারসারে ৯২ মিমি, ঘানাহাট্টিতে প্রায় ৬০ মিমি, উনা এবং বৈজনাথে ৫৫ মিমি রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। সিমলা, সোলান, সিরমৌরে কমলা সতর্কতা জারি করা হয়েছে, অন্যদিকে হামিরপুর, মান্ডি এবং কাংড়ায়ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৬ এবং ৭ জুলাই কিন্নৌর, লাহুল স্পিতি ছাড়া অন্যান্য অংশে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

শুধুমাত্র মান্ডিতেই ১৪ জনের মৃত্যু হয়েছে, ৩১ জন নিখোঁজ, ১৫০টির বেশি ঘরবাড়ি, ১০৬ টি গবাদি পশু থাকার জায়গা এবং ১৪টি সেতু ক্ষতিগ্রস্ত। ১৬৪টিরও বেশি গবাদি পশু মারা গিয়েছে। বিশেষ করে মান্ডিতে ২৪৬টিরও বেশি রাস্তা বন্ধ। এনডিআরএফ এবং এসডিআরএফ বর্তমানে উদ্ধারকার্য চালাচ্ছে। ২৪৬টি রেশন কিট আকাশপথে পাঠানো হয়েছে। তৈরি কড়া হয়েছে ত্রাণ শিবির। তবে যোগাযোগ এবং বিধ্বস্ত এলাকায় রেশন কিট পৌঁছনোটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে সেনা বাহিনীর কাছে।

Related articles

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...

কাটোয়ায় বিস্ফোরণ! উড়ে গেল বাড়ির চাল, মৃত ১

শুক্রবার সন্ধ্যায় কাটোয়ার পরিত্যক্ত বাড়িতে হঠাৎ বিস্ফোরণ। ভেঙে পড়ে বাড়ির দেওয়াল, উড়ে যায় চাল। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে...
Exit mobile version