Saturday, November 1, 2025

জলের পাইপ লাইন সমস্যায় ঝুলে রইল বরানগর- বারাকপুর মেট্রো প্রকল্প

Date:

বরানগর থেকে বারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্প (Baranagar to Barrackpore Metro) নিয়ে শুক্রবার কলকাতা পুরসভায় (KMC) উচ্চপর্যায়ের বৈঠক করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। দুপুর তিনটে নাগাদ মেট্রো কর্তৃপক্ষ, RVNL, পিডব্লিউডি অথোরিটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা (Jadavpur University) এবং বারাকপুর পুলিশ কমিশনারেটের সিপির উপস্থিতিতে এই বৈঠক হয়।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের ঘোষনা করেছিলেন। এটি বাস্তবায়িত হলে উত্তর শহর তলীর কয়েক হাজার মানুষ উপকৃত হবেন। বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এই বিষয়টি নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লেখার ফের একবার শিরোনামে উঠে এসেছে বরানগর -বারাকপুর মেট্রো প্রকল্প। প্রস্তাবিত এই মেট্রো লাইনের দৈর্ঘ্য হবে প্রায় সাড়ে বারো কিলোমিটার। কিন্তু প্রধান সমস্যা হচ্ছে বিটি রোড থেকে জলের পাইপলাইন সরানো। ৪২ থেকে ৭২ ইঞ্চি ব্যাসের ছটি বড় পাইপলাইন কীভাবে সরানো হবে তা নিয়ে পুরসভার কর্তারা আলোচনা করেন বলে জানা গেছে। নিদেন পক্ষে তিনটি পাইপ অন্তত সরাতেই হবে। কিন্তু তাহলে একটা বিরাট অংশের মানুষ জল সংকটে পড়তে পারেন। জানা যাচ্ছে দুটি ৯০ ইঞ্চি পাইপ বসানোর প্রস্তাব রাখা হয়েছে। কিন্তু এত বড় ব্যাসের পাইপ বসাতে গেলে মাইক্রো পাইলিং প্রযুক্তির সাহায্য নিতে হতে পারে। কিন্তু এর জন্য কোথা থেকে বিপুল পরিমাণ অর্থ আসবে তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। সূত্রের খবর এই দিনের বৈঠকে এই প্রশ্নের কোন উত্তর মেলেনি। মেট্রো কর্তৃপক্ষের তরফেও বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

Related articles

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...
Exit mobile version