বন্ধ কারখানা ও বাগিচা শ্রমিকদের (Factory-Garden Worker) আর্থিক সহায়তা প্রকল্প আরও দ্রুত ও স্বচ্ছভাবে কার্যকর করতে নতুন পোর্টাল (Portal) চালু করতে চলেছে রাজ্য সরকার (State Government)। রাষ্ট্রায়ত্ব তথ্যপ্রযুক্তি সংস্থা ওয়েবেলকে এই পোর্টাল তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রম দফতর সূত্রে খবর, এই উদ্যোগের মাধ্যমে লকআউট, বন্ধ অথবা পরিত্যক্ত কলকারখানার শ্রমিকদের সরকারি সুবিধাপ্রাপ্তি আরও সহজ ও কার্যকর হবে। চা বাগানগুলির ক্ষেত্রে একমাস বন্ধ থাকলেই শ্রমিকেরা এই আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য হবেন।
অন্যদিকে অন্যান্য শিল্পক্ষেত্রে কমপক্ষে ছয় মাস বন্ধ থাকার শর্ত পূরণ করতে হবে। নতুন পোর্টালে শ্রমিকরা অনলাইন নাম নথিভুক্তিকরণ, যাচাই প্রক্রিয়ার সুযোগ পাবেন। প্রকল্পে অন্তর্ভুক্ত হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টেই সরকারি ভাতা পাবেন। পোর্টালে (Portal) নতুন শিল্প ইউনিট ও উপভোক্তা যুক্ত করা, এবং মৃত্যুবরণ, অবসর অথবা পুনঃনিয়োগের কারণে অযোগ্য উপভোক্তাদের বাদ দেওয়ার ব্যবস্থাও থাকবে।
এই ডিজিটাল প্ল্যাটফর্ম রাজ্যের অর্থ দফতরেরে আই.এফ.এম.এস পোর্টাল-এর সঙ্গে যুক্ত থাকবেন যাতে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর করা যায়। এছাড়া পোর্টালে থাকবে পুরোনো তথ্যভাণ্ডার স্থানান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রতিবেদন তৈরির সুবিধা, নিরাপদ সার্টিফিকেশন, সাইবার নিরাপত্তা নিরীক্ষা এবং রাজ্য তথ্যকেন্দ্রে হোস্টিংয়ের ব্যবস্থা। এর ফলে অর্থপ্রদানে স্বচ্ছতা বাড়বে, বিলম্ব কমবে এবং প্রশাসনিক হস্তক্ষেপও হ্রাস পাবে। কয়েক সপ্তাহের মধ্যেই নতুন পোর্টাল চালু করা হবে বলে শ্রম দফতর সূত্রে জানানো হয়েছে।
আরও খবর: পড়ুয়াদের দিশা দেখাতে কলকাতায় ‘প্রি-কাউন্সিলিং অ্যান্ড এডুকেশন ফেয়ার’, APAI-র উদ্যোগের প্রশংসা শোভনদেব-সত্যমের
–
–
–
–
–
–
–
–
–
–
–
–