জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই চলছিল। অপেক্ষাটা ছিল শুধু ঘোষণা হওয়ার। আসন্ন মরসুমে মোহনবাগান সুপারজায়ান্টের (MBSG) জার্সিতেই ফের মাঠে নামতে চলেছেন কিয়ান নাসিরি (Kiyan Nassiri)। আইএসএল শেষ হওয়ার পরই মোহনবাগানে (MBSG) ফিরতে চাইছিলেন তিনি। তাঁকে নিতেও আগ্রহ দেখিয়েছিল মোহনবাগান সুপারজায়ান্ট। শেষপর্যন্ত কিয়ান নাসিরির সঙ্গে তিন বছরের চুক্তি সারল সবুজ-মেরুন ব্রিগেড। ২০২৩ সালে শেষবার মোহনবাগানের জার্সিতে মাঠে নেমেছিলেন কিয়ান (Kiyan Nassiri)। এরপরই অবশ্য চেন্নাইয়িন এফসিতে চলে গিয়েছিলেন তিনি।
মাঝে একবছর মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিল না এই তরুণ ফুটবলারের। এই ক্লাব থেকেই উঠে এসেছে কিয়ান নাসিরি। আইএসএলে অভিষেক হয়েছিল তাঁর সবুজ-মেরুন জার্সিতেই। কিন্তু মাঝে এক বছরের জন্য ছাড়াছাড়ি। গেম টাইমের কথা বলেই সেই সময় ছেড়েছিলেন ক্লাব। তবে চেন্নাইয়িন এফসিতে গিয়েও সেভাবে মাঠে নামার সুযোগ পাচ্ছিলেন না এই তরুণ ফুটবলার।
এরপর থেকেই ফের মোহনবাগানে (MBSG) ফেরার কথা শোনা যাচ্ছিল। মোহনবাগানের জার্সিতে অভিষেক মরসুমেই ডার্বিতে হ্যাটট্রিক করার রেকর্ড করেছিলেন কিয়ান নাসিরি। আবারও সেই মোহনবাগান সুপারজায়ান্টেই কিয়ান। তিনি জানিয়েছেন, “ফের কলকাতায় ফিরে ভালো লাগছে। সুযোগ পেলে নিজেকে আবার প্রমাণ করার চেষ্টা করবো। এই ক্লাবেই আমার প্রথম খেলা শুরু। সেই জন্যই এই ক্লাবের প্রতি আমার একটা আলাদা আবেগ আছে”।
এখন শুধুই মোহনবাগান সুপারজায়ান্টের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন জামশেদ নাসিরি পুত্র কিয়ান নাসিরির (Kiyan Nassiri)।
–
–
–
–
–
–
–
–
–
–
–