Wednesday, November 5, 2025

ভোটমুখী বিহারে চলল গুলি! খুন প্রাক্তন বিজেপি নেতার ব্যবসায়ী বাবা

Date:

ভোট যত এগিয়ে আসছে দুষ্কৃতী দৌরাত্ম্য তত বাড়ছে নীতীশের (Nitish Kumar) বিহারে। দুষ্কৃতীদের নিশানা থেকে বাদ যাচ্ছে না বিজেপি নেতারাও। শুক্রবার রাতে রাজধানী পাটনা (Patna) শহরে একেবারে সামনে থেকে গুলি করে খুন করা হল প্রাক্তন বিজেপি নেতার বাবা, ব্যবসায়ী গোপাল খেমকাকে। এই ব্যবসায়ী ছেলে, তৎকালীন বিজেপি আহ্বায়ক গুঞ্জন খেমকাকে ২০১৮ সালে একইভাবে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। শুক্রবারের ঘটনায় ফের একবার বিহারের (Bihar) প্রশাসনিক দুর্বলতা নিয়ে সরব বিরোধীরা।

শুক্রবার রাত ১১টা নাগাদ পাটনার (Patna) একটি বিলাশবহুল হোটেলের সামনে একেবারে কাছ থেকে গোপাল খেমকার উপর গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি চালিয়েই পালিয়ে যায় তারা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন গোপাল। হোটেলের কাছেই একটি আবাসনে থাকতেন এই ব্যবসায়ী। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে।

গোপাল খেমকা খুনের ঘটনায় সরব তাঁর বিজেপি। দলের নেতা রাম কৃপাল যাদব দাবি করেন, মৃতের পরিবারের দাবি, গুলি চলেছে রাত ১১টা নাগাদ। ঘটনাস্থল থেকে একেবার কাছে গান্ধী ময়দান থানা। অথচ পুলিশ এসেছে রাত ১.৩০ নাগাদ। সেটাই সবথেকে চিন্তার বিষয়। পুলিশি নজরদারির অভাবে একেবার তলানিতে পৌঁছেছে সাধারণ মানুষের নিরাপত্তা।

প্রসঙ্গত, মৃত গোপাল খেমকার ছেলে গুঞ্জন খেমকাকে ২০১৮ সালে একইভাবে দুষ্কৃতীরা গুলি করে খুন করে। সেই সময় তিনি রাজ্য বিজেপির আহ্বায়ক (convener) ছিলেন। অথচ সেই সময় গুঞ্জনের শেষকৃত্যে দেখা যায়নি কোনও বিজেপি নেতাকে। বিরোধী দলের নেতারা পরিবারের সঙ্গে সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন। তবে বিজেপি নেতাদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পরিবার।

ছয় বছরের মধ্যে যে বিহারের পরিস্থিতিতে এতটুকু পরিবর্তন হয়নি, বরঞ্চ আরও খারাপ হয়েছে, তা প্রমাণ করছে শুক্রবারের ঘটনা। বিহারে নির্বাচন (Bihar Assembly Election) আসন্ন। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছে। এই পরিস্থিতিতে পাটনা শহরে বড় ব্যবসায়ীর খুনের ঘটনায় সরব প্রতিটি বিরোধী রাজনৈতিক দল। সেই সঙ্গে যত নির্বাচন এগিয়ে আসবে, তত আরও বাড়বে খুনোখুনি, আশঙ্কা বিরোধীদের।

Related articles

‘অন্য বিয়ের’ কাহিনি!

ভালোবাসার অন্য রূপের সাক্ষী থাকল সুন্দরবনের(Sundarbon village) প্রত্যন্ত গ্রাম। বিবাহবন্ধনে (Maarriage) আবদ্ধ হলেন দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা...

ফেনসিডিল’ বাজেয়াপ্তকে ঘিরে নদিয়ায় চরম উত্তেজনা, BSF – পুলিশ সংঘর্ষে মৃত ৩ পুলিশকর্মী

নদিয়ার চাপড়া এলাকায় নিষিদ্ধ কফসিরাপ ‘ফেনসিডিল’ বাজেয়াপ্তকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ল বিএসএফ (BSF) এবং রাজ্য পুলিশ (WB Police)।...

ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র

ঐতিহাসিক ঘটনা নিউ ইয়র্ক(New York) সিটিতে। প্রথমবার মেয়র পদে নির্বাচিত হলেন ৩৪ বছরের ডেমোক্র্যাট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত সংখ্যালঘু...

বুধের সকালে ভয়াবহ দুর্ঘটনা যোগীরাজ্যে, ট্রেন থেকে ভুল দিকে নামতে গিয়ে নিহত ৬

বুধবার সকালে উত্তর প্রদেশের মির্জাপুরে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন। সূত্রের খবর চুনার রেলওয়ে...
Exit mobile version