Thursday, August 21, 2025

আর সহ্য করতে পারছি না! ট্রমায় কসবা গণধর্ষণের মূল অভিযুক্ত মনোজিতের প্রেমিকা

Date:

একটি কলেজ ছাত্রীর গণধর্ষণের ঘটনার পরে সেটির প্রেক্ষিতে আরেক তরুণীকে স্যোশাল মিডিয়ায় হেনস্থা। মানসিক যন্ত্রণায় জর্জরিত সেই তরুণী এখন রীতিমতো ট্রমায়। সেই আইনজীবী তরুণী আর কেউ নন, তিনি ধৃত মনোজিৎ মিশ্রর (Manajit Mishra) বান্ধবী। ২০১৮ থেকে তাঁরা সম্পর্কে ছিলেন। ২৫ জনের ঘটনা সামনে আসার পরে তিনি মেনেই নিতে পারছেন না যে, তাঁর প্রেমিক এমন কাজ করতে পারেন। আরও অসহনীয় হয়ে উঠছে যখন, অনেকভাবে নিজেরে আড়ালে রাখার চেষ্টা করার পরেও স্যোশাল মিডিয়ায় তাঁর ছবি-সহ অশালীন আক্রমণ করা হচ্ছে।

২০১৮ থেকে মনোজিতের (Manajit Mishra) সঙ্গে সম্পর্কে রয়েছেন তরুণী। আর কিছুদিনের মধ্যেই সেই সম্পর্ক পরিণতি পেতে চলেছিল। স্যোশাল মিডিয়ায় (Social Media) নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা ছিলেন তাঁরা। ফলে অনেকেই জানতেই সেই খবর। সেই সময় এসেছিল শুভেচ্ছার বন্যা। এই সময়ই বিপর্যয়। কলেজ (Kasba Law Student) ক্যাম্পাসে তরুণীকে গণধর্ষণের অভিযোগে মূল হোতা হিসেবে গ্রেফতার মনোজিৎ। এই পরিস্থিতিতে চূড়ান্ত ভেঙে পড়েন পেশায় আইনজীবী ওই তরুণী। প্রথমে এই কথা তিনি বিশ্বাসই করতে পারেননি। পরে মনোজিতের প্রোফাইল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। নিজের ফেসবুক প্রোফাইল লক করে দেন। কিন্তু তাতেও লাভ হয়নি। মনোজিতের প্রেমিকার ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে স্যোশাল মিডিয়ায়। প্রবল আক্রমণ করা হচ্ছে তাঁকে।

কিন্তু কেন এই প্রবণতা! এক তরুণীর জন্য ন্যায়বিচার চাইতে গিয়ে আরেক তরুণীকে বিনাদোষে আক্রমণ কেন! এখন এই ঘটনার সঙ্গে মনোজিতের প্রেমিকার কোনও যোগসূত্র তো মেলেনি। ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত এই তরুণী। তাঁর কথায়,  “আর সহ্য করতে পারছি না“। অপরিচিতরা শুধু নন, আত্মীয়রাও কথা শোনাতে ছাড়ছেন না। এই পরিস্থিততে মানসিক যন্ত্রণায় জর্জরিত তরুণী।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version