Monday, August 25, 2025

আর সহ্য করতে পারছি না! ট্রমায় কসবা গণধর্ষণের মূল অভিযুক্ত মনোজিতের প্রেমিকা

Date:

একটি কলেজ ছাত্রীর গণধর্ষণের ঘটনার পরে সেটির প্রেক্ষিতে আরেক তরুণীকে স্যোশাল মিডিয়ায় হেনস্থা। মানসিক যন্ত্রণায় জর্জরিত সেই তরুণী এখন রীতিমতো ট্রমায়। সেই আইনজীবী তরুণী আর কেউ নন, তিনি ধৃত মনোজিৎ মিশ্রর (Manajit Mishra) বান্ধবী। ২০১৮ থেকে তাঁরা সম্পর্কে ছিলেন। ২৫ জনের ঘটনা সামনে আসার পরে তিনি মেনেই নিতে পারছেন না যে, তাঁর প্রেমিক এমন কাজ করতে পারেন। আরও অসহনীয় হয়ে উঠছে যখন, অনেকভাবে নিজেরে আড়ালে রাখার চেষ্টা করার পরেও স্যোশাল মিডিয়ায় তাঁর ছবি-সহ অশালীন আক্রমণ করা হচ্ছে।

২০১৮ থেকে মনোজিতের (Manajit Mishra) সঙ্গে সম্পর্কে রয়েছেন তরুণী। আর কিছুদিনের মধ্যেই সেই সম্পর্ক পরিণতি পেতে চলেছিল। স্যোশাল মিডিয়ায় (Social Media) নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা ছিলেন তাঁরা। ফলে অনেকেই জানতেই সেই খবর। সেই সময় এসেছিল শুভেচ্ছার বন্যা। এই সময়ই বিপর্যয়। কলেজ (Kasba Law Student) ক্যাম্পাসে তরুণীকে গণধর্ষণের অভিযোগে মূল হোতা হিসেবে গ্রেফতার মনোজিৎ। এই পরিস্থিতিতে চূড়ান্ত ভেঙে পড়েন পেশায় আইনজীবী ওই তরুণী। প্রথমে এই কথা তিনি বিশ্বাসই করতে পারেননি। পরে মনোজিতের প্রোফাইল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। নিজের ফেসবুক প্রোফাইল লক করে দেন। কিন্তু তাতেও লাভ হয়নি। মনোজিতের প্রেমিকার ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে স্যোশাল মিডিয়ায়। প্রবল আক্রমণ করা হচ্ছে তাঁকে।

কিন্তু কেন এই প্রবণতা! এক তরুণীর জন্য ন্যায়বিচার চাইতে গিয়ে আরেক তরুণীকে বিনাদোষে আক্রমণ কেন! এখন এই ঘটনার সঙ্গে মনোজিতের প্রেমিকার কোনও যোগসূত্র তো মেলেনি। ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত এই তরুণী। তাঁর কথায়,  “আর সহ্য করতে পারছি না“। অপরিচিতরা শুধু নন, আত্মীয়রাও কথা শোনাতে ছাড়ছেন না। এই পরিস্থিততে মানসিক যন্ত্রণায় জর্জরিত তরুণী।

Related articles

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...
Exit mobile version