Monday, December 8, 2025

রেকর্ড দামে কেরালা ক্রিকেট লিগে দল পেলেন সঞ্জু স্যামসন

Date:

Share post:

দলের বাজেট ৫০ লক্ষ। সেখানে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) নিতেই নাকি খরচ ২৬.৮০ লক্ষ টাকা। কেরালা ক্রিকেটের লিগের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের তকমা এবার সঞ্জু স্যামসনের (Sanju Samson) গায়ে। নিলামে তাঁকে নিয়ে দীর্ঘ টানাটানির পর শেষপর্যন্ত এই তারকা ক্রিকেটারকে দলে তুলে নিল কোচি। আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে হৈচৈ। কোচি ব্লু টাইগার্সের (Kochi Blue Tigers) এমন কান্ডে সকলে হতবাকই হয়ে গিয়েছে। কারণ এখনও পর্যন্ত ভারতের ঘরোয়া লিগে কোনও ক্রিকেটারই এমন দাম পাননি।

কেরালা ক্রিকেট লিগের দ্বিতীয় মরসুম শুরু হবে। তারই নিলামে অংশ নিয়েছিল প্রতিটা ফ্র্যাঞ্চাইজি। সেখানেই সঞ্জু স্যামসনের (Sanju Samson) ন্যূনতম দাম ছিল ৫ লক্ষ টাকা। তাঁর নাম উঠতেই শুরু হয়েছিল লড়াইটা। একের পর এক ফ্র্যাঞ্চাইজি ঝাপিয়েছিল তাঁকে নেওয়ার জন্য। তবে সবচেয়ে বেশি লড়াই হয় ত্রিশূর টাইটানের সঙ্গে।

তবে শেষপর্যন্ত ২০ লক্ষ টাকা পর্যন্ত গিয়েই থামতে হাল ছাড়তে হয়েছিল ত্রিশূরকে। সেখান থেকেই এবার ২৬ লক্ষ টাকায় সঞ্জু স্যামসনকে তুলে নিয়েছে কোচি ব্লু টাইগার্স। কার্যত নিজেদের পার্সের প্রায় ৫০ শতাংশ টাকাই সঞ্জুর পিছনে খরচ করে ফেলেছে কোচি। আর সেই খবর ছড়িয়ে পড়তেই কার্যত ভাইরাল।

এর আগে এই লিগে সর্বোচ্চ এম সজীবন অখিল। সেবার তিনি পেয়েছিলেন ৭.৪ লক্ষ টাকা। এবার এই সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে কোচি ব্লু টাইগার্স।

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...