Wednesday, August 20, 2025

রেকর্ড দামে কেরালা ক্রিকেট লিগে দল পেলেন সঞ্জু স্যামসন

Date:

Share post:

দলের বাজেট ৫০ লক্ষ। সেখানে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) নিতেই নাকি খরচ ২৬.৮০ লক্ষ টাকা। কেরালা ক্রিকেটের লিগের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের তকমা এবার সঞ্জু স্যামসনের (Sanju Samson) গায়ে। নিলামে তাঁকে নিয়ে দীর্ঘ টানাটানির পর শেষপর্যন্ত এই তারকা ক্রিকেটারকে দলে তুলে নিল কোচি। আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে হৈচৈ। কোচি ব্লু টাইগার্সের (Kochi Blue Tigers) এমন কান্ডে সকলে হতবাকই হয়ে গিয়েছে। কারণ এখনও পর্যন্ত ভারতের ঘরোয়া লিগে কোনও ক্রিকেটারই এমন দাম পাননি।

কেরালা ক্রিকেট লিগের দ্বিতীয় মরসুম শুরু হবে। তারই নিলামে অংশ নিয়েছিল প্রতিটা ফ্র্যাঞ্চাইজি। সেখানেই সঞ্জু স্যামসনের (Sanju Samson) ন্যূনতম দাম ছিল ৫ লক্ষ টাকা। তাঁর নাম উঠতেই শুরু হয়েছিল লড়াইটা। একের পর এক ফ্র্যাঞ্চাইজি ঝাপিয়েছিল তাঁকে নেওয়ার জন্য। তবে সবচেয়ে বেশি লড়াই হয় ত্রিশূর টাইটানের সঙ্গে।

তবে শেষপর্যন্ত ২০ লক্ষ টাকা পর্যন্ত গিয়েই থামতে হাল ছাড়তে হয়েছিল ত্রিশূরকে। সেখান থেকেই এবার ২৬ লক্ষ টাকায় সঞ্জু স্যামসনকে তুলে নিয়েছে কোচি ব্লু টাইগার্স। কার্যত নিজেদের পার্সের প্রায় ৫০ শতাংশ টাকাই সঞ্জুর পিছনে খরচ করে ফেলেছে কোচি। আর সেই খবর ছড়িয়ে পড়তেই কার্যত ভাইরাল।

এর আগে এই লিগে সর্বোচ্চ এম সজীবন অখিল। সেবার তিনি পেয়েছিলেন ৭.৪ লক্ষ টাকা। এবার এই সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে কোচি ব্লু টাইগার্স।

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...