দলের বাজেট ৫০ লক্ষ। সেখানে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) নিতেই নাকি খরচ ২৬.৮০ লক্ষ টাকা। কেরালা ক্রিকেটের লিগের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের তকমা এবার সঞ্জু স্যামসনের (Sanju Samson) গায়ে। নিলামে তাঁকে নিয়ে দীর্ঘ টানাটানির পর শেষপর্যন্ত এই তারকা ক্রিকেটারকে দলে তুলে নিল কোচি। আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে হৈচৈ। কোচি ব্লু টাইগার্সের (Kochi Blue Tigers) এমন কান্ডে সকলে হতবাকই হয়ে গিয়েছে। কারণ এখনও পর্যন্ত ভারতের ঘরোয়া লিগে কোনও ক্রিকেটারই এমন দাম পাননি।

কেরালা ক্রিকেট লিগের দ্বিতীয় মরসুম শুরু হবে। তারই নিলামে অংশ নিয়েছিল প্রতিটা ফ্র্যাঞ্চাইজি। সেখানেই সঞ্জু স্যামসনের (Sanju Samson) ন্যূনতম দাম ছিল ৫ লক্ষ টাকা। তাঁর নাম উঠতেই শুরু হয়েছিল লড়াইটা। একের পর এক ফ্র্যাঞ্চাইজি ঝাপিয়েছিল তাঁকে নেওয়ার জন্য। তবে সবচেয়ে বেশি লড়াই হয় ত্রিশূর টাইটানের সঙ্গে।

তবে শেষপর্যন্ত ২০ লক্ষ টাকা পর্যন্ত গিয়েই থামতে হাল ছাড়তে হয়েছিল ত্রিশূরকে। সেখান থেকেই এবার ২৬ লক্ষ টাকায় সঞ্জু স্যামসনকে তুলে নিয়েছে কোচি ব্লু টাইগার্স। কার্যত নিজেদের পার্সের প্রায় ৫০ শতাংশ টাকাই সঞ্জুর পিছনে খরচ করে ফেলেছে কোচি। আর সেই খবর ছড়িয়ে পড়তেই কার্যত ভাইরাল।

এর আগে এই লিগে সর্বোচ্চ এম সজীবন অখিল। সেবার তিনি পেয়েছিলেন ৭.৪ লক্ষ টাকা। এবার এই সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে কোচি ব্লু টাইগার্স।

–

–

–

–

–

–

–
–
–
–
–