Thursday, August 21, 2025

ভয়াবহ হড়পা বান আমেরিকার টেক্সাসে (Texas)। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে গুয়াডালুপ নদীতে শুক্রবার রাতে হড়পা বানে এই বিপর্যয়। সেই সময় নদীর ধারে সামার ক্যাম্প (summer camp) চলছিল একটি মেয়েদের স্কুলের। চোখের নিমেষে সেই পড়ুয়াদের ভাসিয়ে নেয় হড়পা বান (flash flood)।

টেক্সাসের কের কাউন্টি এলাকা জুড়ে হড়পা বানের জেরে বানভাসি অবস্থা। এর ফলে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কাউন্টির সেরিফ। এখনও পর্যন্ত কুড়ি জন নিখোঁজ। এর মধ্যে বেশিরভাগই সামার ক্যাম্পে (summer camp) যোগ দিতে আসা ছাত্রীরা। খুব অল্প সময়ের মধ্যেই বান এসে যাওয়ায় কোনভাবেই পালানোর সুযোগ পাননি তারা।

তবে শুধুমাত্র সামার ক্যাম্পে যোগ দিতে আসা ছাত্রীরাই নয়, গুয়াডালুপ নদীর (Guadalupe river) পার্শ্ববর্তী ব্যাপক এলাকায় কার্যত ধ্বংসলীলা চলেছে এই বিপর্যয়ে। একের পর এক গাড়ি বানের তোড়ে ভেসে গিয়েছে। বহু মানুষকে গাড়ির ভিতরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। এই বিপর্যয়কে ‘অস্বাভাবিক বিপর্যয়’ বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন: ভাষার লড়াই মিলিয়ে দিল! কুড়ি বছর পর এক মঞ্চে রাজ ও উদ্ধব ঠাকরে

ঘটনার পরই দ্রুত উদ্ধার কাজ শুরু করে টেক্সাস ডিভিশন ইমারজেন্সি ম্যানেজমেন্ট। দিনের আলো ফুটতেই আকাশপথে শুরু হয় উদ্ধারকাজ (air lift)। উদ্ধার শুরু হয় মৃতদেহেরও। কোথাও দেখা যায় দীর্ঘ জলপথ পাড়ি দিয়ে গাছে আশ্রয় নেন স্থানীয় বাসিন্দারা। কোথাও ঝুলতে থাকা গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় জীবিতদের। এয়ার লিফ্টের (air lift) কাজ বৃষ্টির জন্য বাধাপ্রাপ্ত হয়। জলের তোড়ে কোথাকার মৃতদেহ কোথায় ভেসে গিয়েছে। তার কারণে মৃতদের পরিচয় জানতে হিমশিম স্থানীয় প্রশাসন।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version