Tuesday, November 4, 2025

সামার ক্যাম্প চলাকালীন হড়পা বান: টেক্সাসে নিহত ২৪, নিখোঁজ অন্তত ২০

Date:

ভয়াবহ হড়পা বান আমেরিকার টেক্সাসে (Texas)। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে গুয়াডালুপ নদীতে শুক্রবার রাতে হড়পা বানে এই বিপর্যয়। সেই সময় নদীর ধারে সামার ক্যাম্প (summer camp) চলছিল একটি মেয়েদের স্কুলের। চোখের নিমেষে সেই পড়ুয়াদের ভাসিয়ে নেয় হড়পা বান (flash flood)।

টেক্সাসের কের কাউন্টি এলাকা জুড়ে হড়পা বানের জেরে বানভাসি অবস্থা। এর ফলে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কাউন্টির সেরিফ। এখনও পর্যন্ত কুড়ি জন নিখোঁজ। এর মধ্যে বেশিরভাগই সামার ক্যাম্পে (summer camp) যোগ দিতে আসা ছাত্রীরা। খুব অল্প সময়ের মধ্যেই বান এসে যাওয়ায় কোনভাবেই পালানোর সুযোগ পাননি তারা।

তবে শুধুমাত্র সামার ক্যাম্পে যোগ দিতে আসা ছাত্রীরাই নয়, গুয়াডালুপ নদীর (Guadalupe river) পার্শ্ববর্তী ব্যাপক এলাকায় কার্যত ধ্বংসলীলা চলেছে এই বিপর্যয়ে। একের পর এক গাড়ি বানের তোড়ে ভেসে গিয়েছে। বহু মানুষকে গাড়ির ভিতরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। এই বিপর্যয়কে ‘অস্বাভাবিক বিপর্যয়’ বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন: ভাষার লড়াই মিলিয়ে দিল! কুড়ি বছর পর এক মঞ্চে রাজ ও উদ্ধব ঠাকরে

ঘটনার পরই দ্রুত উদ্ধার কাজ শুরু করে টেক্সাস ডিভিশন ইমারজেন্সি ম্যানেজমেন্ট। দিনের আলো ফুটতেই আকাশপথে শুরু হয় উদ্ধারকাজ (air lift)। উদ্ধার শুরু হয় মৃতদেহেরও। কোথাও দেখা যায় দীর্ঘ জলপথ পাড়ি দিয়ে গাছে আশ্রয় নেন স্থানীয় বাসিন্দারা। কোথাও ঝুলতে থাকা গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় জীবিতদের। এয়ার লিফ্টের (air lift) কাজ বৃষ্টির জন্য বাধাপ্রাপ্ত হয়। জলের তোড়ে কোথাকার মৃতদেহ কোথায় ভেসে গিয়েছে। তার কারণে মৃতদের পরিচয় জানতে হিমশিম স্থানীয় প্রশাসন।

Related articles

মুখোমুখি যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি! ছত্তিশগড়ে বিরাট দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু

এমন দুর্ঘটনা যেন ছিল সময়ে অপেক্ষা। ভারতীয় রেলের নজিরবিহীন গাফিলতিতে ফের বড় সড় ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে...

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...
Exit mobile version