Thursday, November 6, 2025

অমরনাথযাত্রার শুরুতেই বিপত্তি, বাস দুর্ঘটনায় আহত ৩৬

Date:

নানা বাধা পেরিয়ে এবছর শুরু হয়ছে অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। আর শুরুতেই বিপত্তি। অমরনাথের  উদ্দেশে যাওয়ার পথে বাসের কনভয়ে একটির পিছনে একটির ধাক্কা। ঘটনায় আহত অন্তত ৩৬ জন পুণ্যার্থী। তবে কারও আঘাত তেমন গুরুতর নয় বলে সূত্রের খবর।

শনিবার সকালে পুণ্যার্থীদের একটি দল বাসে জম্মুর ভগবতী নগর থেকে যাচ্ছিলেন। কড়া নিরাপত্তায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল বাসের (Bus) একটি কনভয়। পুণ্যার্থীদের প্রাতরাশ সারতে রামবন জেলার চান্দেরকূটের কাছে বাসগুলি দাঁড়ানোর কথা ছিল। হঠাৎ করেই কনভয়ের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসে ধাক্কা মারে যার ফলে পর পর চারটি বাসের মধ্যে সংঘর্ষ হয়।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পরে বাস থেকে নামিয়ে যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবে, তিন-চার জন যেতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। ওই যাত্রীদের রামবন জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ-প্রশাসনের শীর্ষস্থানীয় আধিকারিকেরা ঘটনার তদন্ত করছেন। বাসগুলি জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক ধরে দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে যাচ্ছিল। সেখান থেকে পুণ্যার্থীরা হেঁটে অমরনাথ গুহায় যাওয়ার কথা।

অমরনাথ যাত্রা (Amarnath Yatra) ৩ জুলাই থেকে শুরু হয়েছে। ১৯ অগাস্ট পর্যন্ত এই চলার কথা। ৫২ দিনের অমরনাথে এবার দর্শন পর্ব দু’টি যাত্রাপথে হবে। অনন্তনাগের ৪৮ কিলোমিটারের নুনওয়ান-পহেলগাম এবং এবং গান্ডেরওয়ালের ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের পুরনো বালতালের পথে। পহলগাম রুটে তুলনায় কম দূরত্বের কিন্তু বেশি চড়াইয়ের বালতাল রুট। পহলগাম রুট চন্দনওয়ারি, শেষনাগ এবং পঞ্চতার্নি পেরিয়ে অমরনাথ পৌঁছয়।
আরও খবরমর্মান্তিক দুর্ঘটনা সম্ভলে, বিয়ে করতে যাওয়ার পথে মৃত্যু বর-সহ ৮ জনের

পহলগাম জঙ্গি হামলা ও তার পাল্টা অপারেশন সিন্দুরের পরে কড়া নিরাপত্তায় মুড়িয়ে ফেলা হয়েছে অমরনাথ যাত্রাপথ। নিরাপত্তা সংক্রান্ত সব ব্যবস্থা করতে করতে একাধিক কড়া পদক্ষেপ করেছে পুলিশ-প্রশাসন।

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version