Thursday, August 21, 2025

নানা বাধা পেরিয়ে এবছর শুরু হয়ছে অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। আর শুরুতেই বিপত্তি। অমরনাথের  উদ্দেশে যাওয়ার পথে বাসের কনভয়ে একটির পিছনে একটির ধাক্কা। ঘটনায় আহত অন্তত ৩৬ জন পুণ্যার্থী। তবে কারও আঘাত তেমন গুরুতর নয় বলে সূত্রের খবর।

শনিবার সকালে পুণ্যার্থীদের একটি দল বাসে জম্মুর ভগবতী নগর থেকে যাচ্ছিলেন। কড়া নিরাপত্তায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল বাসের (Bus) একটি কনভয়। পুণ্যার্থীদের প্রাতরাশ সারতে রামবন জেলার চান্দেরকূটের কাছে বাসগুলি দাঁড়ানোর কথা ছিল। হঠাৎ করেই কনভয়ের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসে ধাক্কা মারে যার ফলে পর পর চারটি বাসের মধ্যে সংঘর্ষ হয়।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পরে বাস থেকে নামিয়ে যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবে, তিন-চার জন যেতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। ওই যাত্রীদের রামবন জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ-প্রশাসনের শীর্ষস্থানীয় আধিকারিকেরা ঘটনার তদন্ত করছেন। বাসগুলি জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক ধরে দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে যাচ্ছিল। সেখান থেকে পুণ্যার্থীরা হেঁটে অমরনাথ গুহায় যাওয়ার কথা।

অমরনাথ যাত্রা (Amarnath Yatra) ৩ জুলাই থেকে শুরু হয়েছে। ১৯ অগাস্ট পর্যন্ত এই চলার কথা। ৫২ দিনের অমরনাথে এবার দর্শন পর্ব দু’টি যাত্রাপথে হবে। অনন্তনাগের ৪৮ কিলোমিটারের নুনওয়ান-পহেলগাম এবং এবং গান্ডেরওয়ালের ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের পুরনো বালতালের পথে। পহলগাম রুটে তুলনায় কম দূরত্বের কিন্তু বেশি চড়াইয়ের বালতাল রুট। পহলগাম রুট চন্দনওয়ারি, শেষনাগ এবং পঞ্চতার্নি পেরিয়ে অমরনাথ পৌঁছয়।
আরও খবরমর্মান্তিক দুর্ঘটনা সম্ভলে, বিয়ে করতে যাওয়ার পথে মৃত্যু বর-সহ ৮ জনের

পহলগাম জঙ্গি হামলা ও তার পাল্টা অপারেশন সিন্দুরের পরে কড়া নিরাপত্তায় মুড়িয়ে ফেলা হয়েছে অমরনাথ যাত্রাপথ। নিরাপত্তা সংক্রান্ত সব ব্যবস্থা করতে করতে একাধিক কড়া পদক্ষেপ করেছে পুলিশ-প্রশাসন।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version