ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত বোলিং পারফরম্যান্স দ্বিতীয় ম্যাচে। ব্রিটিশ ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন মহম্মদ সিরাজ। ইংল্যান্ডে এটাই তাঁর সেরা পারফরম্যান্স। নিজের পারফরম্যান্স নিয়ে যেমন আপ্লুত তেমনই দায়িত্ব পেয়েও খুশি মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ৭০ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়েছেন সিরাজ। দায়িত্ব পেলে তিনি যে পারফরম্যান্স করতে পারেন সেই কথাই এবার শোনা গেল মহম্মদ সিরাজের (Mohammed Siraj) মুখে।
ইংল্যান্ডের বিরুদ্ধে এই মুহূর্তে বড় লিডের লক্ষ্যে রয়েছে ভারতীয় দল। সেখানেই ইংল্যান্ডের সেরা দুই উইকেটও গিয়েছে মহম্মদ সিরাজের পকেটেই। এর আগে পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে এক ইনিংসে চার উইকেট নেওয়ারই নজির ছিল মহম্মদ সিরাজের। কিন্তু কিছুতেই নিজের সেই নজির টপকাতে পারছিলেন না এই তারকা ক্রিকেটার। সেটাই ইংল্যান্ডের মাটিতে করে দেখালেন সিরাজ। নিজের এই সাফল্যে অবশ্যই আপ্লুত ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।
তৃতীয় দিনের শেষে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) জানিয়েছেন, “এটা সত্যিই আমার কাছে অপ্রত্যাশিত। দীর্ঘদিন ধরে এই সময়টার জন্যই আমি অপেক্ষা করে রয়েছি। ভালো বোলিং করলেও উইকেট তুলতে পারছিলাম না। এখানে ইনিংসে চার উইকেট পেয়েছিলাম। কিন্তু ছয় উইকেট তুলতে পারাটা আমার কাছে সত্যিই বিশেষ অনুভূতি”।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের সেরা দুই ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। জো রুট (Joe Root) এবং বেন স্টোকসকে (Ben Stokes) সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।
–
–
–
–
–
–
–
–
–
–
–