Sunday, November 2, 2025

পুনে ধর্ষণে ইউ-টার্ন! অভিযুক্ত যুবকের সঙ্গে সেলফি নিয়েছিলেন ‘নির্যাতিতা’ই

Date:

হুমকি মেসেজ, সেলফি, ডেলিভারি বাক্স – সবই নকল। এমনকি আদৌ ধর্ষণ হয়েছে কিনা তা নিয়েও ধন্দে মহারাষ্ট্র পুলিশ। ডেলিভারি বয়ের (delivery boy) বেশে ধর্ষণের অভিযোগের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের পর যে তথ্য পুলিশের হাতে উঠে এসেছে তাতে গোটা ঘটনা সত্যতা নিয়ে প্রশ্নে পুলিশ। যদিও দ্রুত এই রহস্যের জট খুলবে বলে জানানো হয়েছে পুনের (Pune) পুলিশ কমিশনারের তরফে।

মহারাষ্ট্রের পুনের এক ডেটা সাইন্টিস্ট অভিযোগ দায়ের করেছিলেন ডেলিভারি বয়ের ছদ্মবেশে ঘরে ঢুকে তাঁকে অজ্ঞান করে ধর্ষণ করা হয়েছে বলে। সেই ঘটনার তদন্তে নেমে প্রায় ৪৮ ঘন্টা পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তখনই জানা যায় অভিযুক্ত যুবক (delivery boy) অভিযোগকারীর পূর্ব পরিচিত। আর তাতেই চোখ কপালে পুলিশের (Pune police)।

এরপরই প্রকাশ্যে আসে, যে সেলফি (selfie) দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ করেছিলেন ওই সেলফি অভিযোগকারী নিজেই তুলেছিলেন। পুরনো একটি ছবিকে এডিট করে হুমকি ছবি বানানো হয়েছিল। এবং ওই হুমকি মেসেজও (threat message) তিনি নিজেই লিখেছিলেন। যে ডেলিভারি বাক্স দেখানো হয়েছিল, তাও সাজানো ছিল। এরপরই প্রশ্ন ওঠে তবে ধর্ষণের ঘটনার সত্যতা কী?

আরও পড়ুন: সামার ক্যাম্প চলাকালীন হড়পা বান: টেক্সাসে নিহত ২৪, নিখোঁজ অন্তত ২০

অভিযোগকারিনীর এই অভিযোগের সত্যতা প্রশ্নের মুখে পড়ার পরই ধর্ষণের অভিযোগ নিয়ে উঠেছে প্রশ্ন। এরপরই অভিযুক্ত যুবককে গ্রেফতার করার পথ থেকে সরে আসে পুলিশ। দুটি আলাদা এফআইআর দায়ের হয়। অভিযুক্ত যুবক উচ্চশিক্ষিত বলে জানায় পুলিশ। সেই সঙ্গে আবাসনের রেজিস্টারে ঐদিন ওই যুবকের আবাসনে ঢোকার কোন নথিও নেই। আবাসনে সিসিটিভি (CCTV) ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে গোটা ঘটনার রহস্য দ্রুত উন্মোচনে আশাবাদী পুলিশ।

Related articles

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...

SIR আবহে প্রকাশিত ‘আমি কী নাগরিক?’, বিজেপির পর্দাফাঁস ব্রাত্যর

রাজ্যের শিক্ষামন্ত্রী ও বিশিষ্ট নাট্যকার ব্রাত্য বসুর (Bratya Basu) হাতে রবিবার প্রকাশিত হলো নাগরিকত্ব, দেশভাগ ও সাংবিধানিক অধিকার...

বেঙ্গালুরুতে সিগন্যাল ভেঙে ছুটল অ্যাম্বুল্যান্স, মৃত ২

বেঙ্গালুরুর (Bengaluru) রাস্তায় সিগন্যাল ভেঙে ছুটল একটি অ্যাম্বুল্যান্স। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল ২ জনের। সামনে দাঁড়িয়ে...
Exit mobile version