Thursday, August 21, 2025

পিতৃপুরুষের ভিটে বাংলায়, সেই বাসিন্দাকেই NRC নোটিশ অসমের!

Date:

Share post:

বাংলার বাসিন্দাদের শুধুমাত্র বাংলা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে সোজা সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জল এবার গড়িয়েছে আদালত পর্যন্ত। এবার তাই নতুন উপায়ে বাংলার বাসিন্দাদের ভারতছাড়া করার পথে বিজেপি রাজ্যগুলি। শুধুমাত্র অসমে (Assam) যাওয়া এবং সেখানে দেশের বাসিন্দা হিসাবে বৈধ নথি না দেখাতে পারার কারণে নাগরিকত্ব (citizenship) কেড়ে নেওয়ার নোটিশ পাঠালো অসম প্রশাসন। কোন নথি দিয়ে এবার নিজের ভারতীয়ত্ব প্রমাণ করবেন, সেই সমস্যায় দিশাহারা হয়ে এবার প্রশাসনের দ্বারস্থ দিনহাটার (Dinhata) উত্তম কুমার ব্রজবাসী।

কোচবিহার জেলার দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর নামে জানুয়ারি মাসে অসম প্রশাসন একটি নোটিশ জারি করে। তাকে ভারতীয় নাগরিকত্ব (citizenship) প্রমাণের নথিসহ অসমের ফরেনার্স ট্রাইবুনাল কোর্টের (Foreigners Tribunal Court) দ্বারস্থ হতে নির্দেশ দেওয়া হয়। এই আদালতেই অসমের নাগরিকত্বের বিচার হয়। নাগরিক প্রমাণে ব্যর্থ হলে ধরিয়ে দেওয়া হয় এনআরসি নোটিশ।

উত্তম ব্রজবাসীর ক্ষেত্রে অসম প্রশাসনের অভিযোগ, বিনা নথিতে তিনি অসম গিয়েছিলেন। সেই তথ্য অনুযায়ী ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্টে তাঁর বিরুদ্ধে মামলা করে অসম প্রশাসন। তাঁকে ১৫ জুলাই ফরেনার্স ট্রাইবুনাল কোর্টে (Foreigners Tribunal Court) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই দিন এগিয়ে আসতেই এবার বিপাকে উত্তম।

আরও পড়ুন: ভোটার তালিকা সংশোধনীতে কমিশনের চক্রান্ত: সুপ্রিম কোর্টে সাংসদ মহুয়া

দিনহাটার এই বাসিন্দা শুধুমাত্র ভারতীয় ও জন্মসূত্রেই দিনহাটার বাসিন্দা নন। তাঁর বাবা নরেন্দ্রনাথ ব্রজবাসীর জন্মও কোচবিহারের দিনহাটাতেই (Dinahata)। কিন্তু বাড়িতে আগুন লেগে যাওয়ায় তাঁর পুরোনো নথি পুড়ে গিয়েছে। কিন্তু গত দুবারের নির্বাচনী ভোটার তালিকায় তাঁর বাবা ও তাঁর নিজের নাম রয়েছে। সেক্ষেত্রে এবার কীভাবে নিজের নাগরিকত্ব প্রমাণ করবেন, তা নিয়ে বিপাকে উত্তম। সেই সঙ্গে বাংলার বাসিন্দাদের নানা অজুহাতে কীভাবে নাগরিকত্ব রক্ষায় পদক্ষেপ নেওয়া যাবে, তা নিয়ে চিন্তায় রাজ্য প্রশাসন।

spot_img

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...