পিতৃপুরুষের ভিটে বাংলায়, সেই বাসিন্দাকেই NRC নোটিশ অসমের!

Date:

Share post:

বাংলার বাসিন্দাদের শুধুমাত্র বাংলা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে সোজা সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জল এবার গড়িয়েছে আদালত পর্যন্ত। এবার তাই নতুন উপায়ে বাংলার বাসিন্দাদের ভারতছাড়া করার পথে বিজেপি রাজ্যগুলি। শুধুমাত্র অসমে (Assam) যাওয়া এবং সেখানে দেশের বাসিন্দা হিসাবে বৈধ নথি না দেখাতে পারার কারণে নাগরিকত্ব (citizenship) কেড়ে নেওয়ার নোটিশ পাঠালো অসম প্রশাসন। কোন নথি দিয়ে এবার নিজের ভারতীয়ত্ব প্রমাণ করবেন, সেই সমস্যায় দিশাহারা হয়ে এবার প্রশাসনের দ্বারস্থ দিনহাটার (Dinhata) উত্তম কুমার ব্রজবাসী।

কোচবিহার জেলার দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর নামে জানুয়ারি মাসে অসম প্রশাসন একটি নোটিশ জারি করে। তাকে ভারতীয় নাগরিকত্ব (citizenship) প্রমাণের নথিসহ অসমের ফরেনার্স ট্রাইবুনাল কোর্টের (Foreigners Tribunal Court) দ্বারস্থ হতে নির্দেশ দেওয়া হয়। এই আদালতেই অসমের নাগরিকত্বের বিচার হয়। নাগরিক প্রমাণে ব্যর্থ হলে ধরিয়ে দেওয়া হয় এনআরসি নোটিশ।

উত্তম ব্রজবাসীর ক্ষেত্রে অসম প্রশাসনের অভিযোগ, বিনা নথিতে তিনি অসম গিয়েছিলেন। সেই তথ্য অনুযায়ী ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্টে তাঁর বিরুদ্ধে মামলা করে অসম প্রশাসন। তাঁকে ১৫ জুলাই ফরেনার্স ট্রাইবুনাল কোর্টে (Foreigners Tribunal Court) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই দিন এগিয়ে আসতেই এবার বিপাকে উত্তম।

আরও পড়ুন: ভোটার তালিকা সংশোধনীতে কমিশনের চক্রান্ত: সুপ্রিম কোর্টে সাংসদ মহুয়া

দিনহাটার এই বাসিন্দা শুধুমাত্র ভারতীয় ও জন্মসূত্রেই দিনহাটার বাসিন্দা নন। তাঁর বাবা নরেন্দ্রনাথ ব্রজবাসীর জন্মও কোচবিহারের দিনহাটাতেই (Dinahata)। কিন্তু বাড়িতে আগুন লেগে যাওয়ায় তাঁর পুরোনো নথি পুড়ে গিয়েছে। কিন্তু গত দুবারের নির্বাচনী ভোটার তালিকায় তাঁর বাবা ও তাঁর নিজের নাম রয়েছে। সেক্ষেত্রে এবার কীভাবে নিজের নাগরিকত্ব প্রমাণ করবেন, তা নিয়ে বিপাকে উত্তম। সেই সঙ্গে বাংলার বাসিন্দাদের নানা অজুহাতে কীভাবে নাগরিকত্ব রক্ষায় পদক্ষেপ নেওয়া যাবে, তা নিয়ে চিন্তায় রাজ্য প্রশাসন।

spot_img

Related articles

শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। উত্তরপত্রও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এরই মাঝে কমিশনের তরফে জানানো হয়েছিল,...

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...

ঘোষিত বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫: তালিকায় সেরার সেরা থেকে সাবেকি, ভাবনা-সহ ৮ বিভাগ

পঞ্চমীর বিকেলেই ঘোষিত এবছরের বিশ্ব বাংলা শারদ সম্মান (Biswa Bangla Sharod Samman) প্রাপকদের নাম। প্রতিবছর ষষ্ঠীর বোধন বেলায়...

দুর্গাপুজোয় ঘরে ফেরায় অসুর বিমানভাড়া!

দুর্গাপুজো (Durga Pujo) মানেই বাঙালির আবেগ, ঘরে ফেরার টান। আবার অনেকে বাইরে থেকে কলকাতার (Kolkata) দুর্গাপুজো দেখতেও আসেন।...