দেশে নানা সমস্যা। পহেলগাম জঙ্গি হামলার মতো ঘটনা ঘটেছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। রবিবার থেকে ব্রাজিলে শুরু হচ্ছে ‘ব্রিক্স’ সম্মেলনে। তার আগে শনিবার আর্জেন্টিনা (Argentina) পৌঁছেছেন মোদি। ৫৭ বছর পরে কোনও দ্বিপাক্ষিক সফরে আর্জেন্টিনায় গেলেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রী হিসাবে এটি মোদির দ্বিতীয় আর্জেন্টিনা সফর। G-20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২০১৮-তে আর্জেন্টিনা সফরে গিয়েছিলেন তিনি।

ব্রাজিলে ‘ব্রিক্স’ সম্মেলনে যোগ দেওয়ার আগে আর্জেন্টিনায় দ্বিপাক্ষিক কূটনৈতিক বৈঠক করেন মোদি (Narendra Modi)। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইয়ের সঙ্গে বৈঠক করেন। ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিদেশসচিব বিক্রম মিস্রিও। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য, খনিজ, তেল ও গ্যাস, কৃষি, বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত এবং আর্জেন্টিনার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। তবে বৈঠকের আলোচ্য বিষয়ের বিস্তারিত তথ্য এখনও সরকারিভাবে জানানো হয়নি।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের সফর শেষে ব্রাজিলের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। রবি ও সোমবার (৬-৭ জুলাই) রিও ডি জেনেইরো শহরে ‘ব্রিক্স’ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর।

–

–

‘

–

–

–

–

–
–
–
–