Wednesday, November 5, 2025

নারী-নির্যাতন রুখতে প্রশিক্ষণ শিবির! পঞ্চায়েত প্রতিনিধিদের আইনি শিক্ষায় জোর রাজ্যের

Date:

নারী-নির্যাতন সংক্রান্ত আইনি সচেতনতা বৃদ্ধিতে ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি ও আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী নারীর প্রতি অপরাধ-সংক্রান্ত ধারা ও আইনগুলির বিষয়ে অবগত করানো হবে এই প্রশিক্ষণের মাধ্যমে। যাতে তাঁরা নিজেদের এলাকায় প্রচার চালিয়ে জনসচেতনতা গড়ে তুলতে পারেন।

উদ্যোগের দায়িত্বে থাকবে পঞ্চায়েত দফতরের অধীন সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ অন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। রাজ্যের ২২টি জেলাতেই এর জন্য রিসোর্স পার্সন নিযুক্ত করার তোড়জোড় শুরু হয়েছে। প্রশিক্ষকদের বাছাই করা হবে যাঁরা শিক্ষকতা, প্রশাসন বা সেনাবাহিনীর মতো ক্ষেত্র থেকে এসেছেন এবং যাঁদের আইনি বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। ইতিমধ্যেই প্রশিক্ষক হতে ইচ্ছুকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করেছে দফতর।

প্রশিক্ষণের তালিকায় রয়েছে মোট ১৪টি বিষয়। যার মধ্যে সাইবার সিকিউরিটি, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ মোকাবিলা অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে নারী-নির্যাতন, শিশু সুরক্ষা এবং তফসিলি জাতি ও জনজাতির অধিকার সংক্রান্ত আইনি শিক্ষার বিষয়টি। এই রিসোর্স পার্সনরা শুধু পঞ্চায়েত প্রতিনিধি নন, পঞ্চায়েত দফতরের আধিকারিকদের মধ্যে থেকেও মাস্টার ট্রেনার তৈরির কাজ করবেন।

সম্প্রতি একাধিক নারী-নির্যাতনের ঘটনা রাজ্যের ভাবমূর্তিতে প্রভাব ফেলেছে। প্রশাসনিক মহলের মতে, এই প্রেক্ষিতে পঞ্চায়েত স্তরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, অনলাইন পরিষেবার প্রসার যেমন ঘটানো হয়েছে, তেমনই পঞ্চায়েতের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতেও সরকার সক্রিয় পদক্ষেপ নিচ্ছে।

আরও পড়ুন – ভাড়া নেওয়ার নামে গাড়ি বিক্রির প্রতারণা! গ্রেফতার চার 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বুধের সকালে ভয়াবহ দুর্ঘটনা যোগীরাজ্যে, ট্রেন থেকে ভুল দিকে নামতে গিয়ে নিহত ৬

বুধবার সকালে উত্তর প্রদেশের মির্জাপুরে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন। সূত্রের খবর চুনার রেলওয়ে...

ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হল। সেনাবাহিনী কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায়...

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি...

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...
Exit mobile version