Saturday, August 23, 2025

ফের আর জি করকে ইস্যু করে রাজনীতির চেষ্টা! ৮ অগাস্ট রাতভর কর্মসূচির ডাক JDF-এর, তীব্র কটাক্ষ কুণালের

Date:

Share post:

আর জি কর গণধর্ষণ-খুনে দোষীর আমৃত্যু কারাবাসের সাজা হয়ে গিয়েছে। আন্দোলনকারী চিকিৎসক-পড়ুয়াদের দাবি মেনে বেশ কিছু পদক্ষেপ করেছে রাজ্য। তার পরেও তরুণী-চিকিৎসক পড়ুয়ার মর্মান্তিক পরিণতি নিয়ে রাজনীতি করেছে চলেছে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’ (WBJDF)। ফের কলকাতায় অস্থিরতা তৈরি করেতে ৮ অগাস্টে রাতভর প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে তারা। তবে, বিজেপির (BJP) সঙ্গে দূরত্ব তৈরির মরিয়া চেষ্টায় JDF। বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, অভয়া ন্যায়বিচার পাননি বলে যাঁরা বলছেন, তাঁরা মিথ্যাচার করছেন।

গত বছর ৮ অগাস্ট আর জি কর হাসপাতালে (R G Kar College And Hospital) পড়ুয়া-চিকিৎসককে ধর্ষণ-খুনের নৃশংস ঘটনা ঘটে। এক বছর পর সেই ৮ অগাস্টে রাতভর প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে WBJDF। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা ঘোষণা করেন অনিকেত মাহাত, দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়া, কিঞ্জল নন্দরা। ১২টায় শ্যামবাজারে জমায়েতের ডাক দেওযা হয়েছে। জুনিয়র ডাক্তাররা জানান, ৮ অগাস্ট রাত ১২টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত পথে থাকবেন তাঁরা। হবে মশাল মিছিল। এই কর্মসূচিতে সমাজের সকল স্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানায় JDF। সেখানেই শেষ নয়, ৯ অগাস্ট সকালে রাখিবন্ধন পালন করা হবে। আর বিকেলে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ‘ক্রাই অফ আওয়ার’-এর সামনে জমায়েত।

তবে, যেখানে বিচার শেষে দোষী শাস্তি পেয়েছে, সেখানে আন্দোলন কেন! উত্তরে দেবাশিসের অভিযোগ, “এখন ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে আমরা কেউ সে দিনের রাতের কথা ভুলিনি। ভুলব না।“

এই কথা থেকেই স্পষ্ট বিষয়টি থেকে সরতে চাইছেন না। একটি নির্মম মৃত্যু নিয়ে রাজনীতি করা থেকে সরতে চাইছে না JDF। এই ইস্যুটাকে হাতিয়ার করে ভেসে থাকতে চাইছে। অথচ মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠকে তাঁরা অভয়ার জন্য ন্যায়বিচারের থেকেও বেশি করে নিজেদের দাবিগুলিকেই সামনে আনে। সম্প্রতি এই JDF-এর তিন নেতা অনিকেত, দেবাশিস ও আসফাকুল্লা পোস্টিং পছন্দ না হওয়ায় কাজে না যাওয়ার বায়না করেন। সেখানেও এই অভয়ার মৃত্যুকেই হাতিয়ার করেছিলেন তাঁরা। নিজেদের ধান্দায় নাটক করছেন জুনিয়র ডাক্তাররা। তীব্র কটাক্ষ করেন কুণাল ঘোষ। ওই দিন করলে ফুটেজ খাওয়া যাবে বলে এই কর্মসূচি। অভয়া ন্যায়বিচার পাননি বলে যাঁরা দাবি করছেন, তাঁরা মিথ্যাচার করছেন। এই বলে কিউআর কোডে টাকা তোলা যাবে, সেই জন্যেই এটা করছেন বলে তীব্র আক্রমণ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তাঁর কথায়, দোষীকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। সিবিআই আপনারাই চেয়েছেন। সর্বস্তরে আদালতে সব কিছু দেখা হয়েছে। ন্যায়বিচার পায়নি এটা ঠিক নয়। এই ইস্যুকে হাতিয়ার করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে চাইছেন JDF-এর নেতারা।
আরও খবর: বৃহস্পতিবার নবান্নে ওমর আবদুল্লার সঙ্গে একান্ত বৈঠক মমতার

এদিকে, ৯ অগাস্ট নবান্নের অভিযানের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে, বামেদের সঙ্গে সখ্যতা থাকলেও রামের সঙ্গে দূরত্ব বজায় রাখতে চাইছ JDF। সেই কারণে, সেই কর্মসূচিতে যোগ দেবেন না বলে জানিয়েছেন দেবাশিসরা। তাঁদের কথায়, আর জি কাণ্ডে তদন্তকারী সিবিআইও দায় অস্বীকার করতে পারে না। এখনও পর্যন্ত তারা অতিরিক্ত চার্জশিট জমা করতে পারল না। কেন্দ্রীয় তদন্তকারী দলের এই ‘গাফিলতি’র দায় এড়িয়ে যেতে পারেন না বিজেপি নেতাও।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...