সতর্ক রাজ্য প্রশাসন। বর্ধমানের মেমারি থেকে দুজনকে আইএসআই এজেন্ট সন্দেহে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force)। ধৃতদের নাম মুকেশ রজক ও রাকেশকুমার গুপ্তা। মুকেশের বাড়ি পানাগড়ের ক্যানেল রোডে, অন্যদিকে রাকেশের বাড়ি দক্ষিণ কলকাতার ভবানীপুরে।
গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার গভীর রাতে বর্ধমানের দুটি পৃথক জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে STF। মুকেশকে এক নার্সিংহোম থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে রাকেশ ধরা পড়ে মেমারির একটি ভাড়াবাড়ি থেকে। ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাজের আড়ালে দীর্ঘদিন ধরে এই দুই ব্যক্তি তথ্য পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁরা মোবাইল সিম কার্ডের ওটিপি নিয়ে তা হোয়াটসঅ্যাপ মারফত বিদেশে পাচার করতেন। বিনিময়ে তাঁরা আর্থিক সুবিধাও পেতেন বলে অভিযোগ। কী ধরনের তথ্য, তাঁরা পাচার করতেন তা খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের যোগাযোগের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না STF। ধৃতদের সঙ্গে আইএসআই-এর প্রত্যক্ষ যোগাযোগ ছিল কি না, তা নিয়েও তদন্ত চলছে। তদন্তকারীরা মনে করছেন, এর নেপথ্যে একটি বৃহত্তর আন্তর্জাতিক জঙ্গি চক্র কাজ করছে। আরও পড়ুন : বৃহস্পতিবার নবান্নে ওমর আবদুল্লার সঙ্গে একান্ত বৈঠক মমতার
–
–
–
–
–
–
–
–
–
–
–
–