Sunday, November 2, 2025

সন্দেশখালিতে নাবালিকা খুনের ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা, চাঞ্চল্য বসিরহাটে

Date:

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দীর্ঘ আট মাস পর পুলিশের জালে ধরা পড়ল বিজেপি নেতা উমেশ মন্ডল ও তাঁর শ্যালক তথা বিজেপি কর্মী তাপস বর। বসিরহাট মহকুমার ন্যাজাট থানার ঘোষপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে ন্যাজাট থানার পুলিশ। আদালতে পেশ করলে বিচারক তাদের ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের ৭ ডিসেম্বর ঘোষপুরের একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় ১৩ বছরের নাবালিকা (minor) শরমা মুন্ডার মৃতদেহ। সে বিজেপি নেতা উমেশ মন্ডলের বাড়িতে পরিচালিকার কাজ করা সাগরিকা মুন্ডার মেয়ে। ঘটনার দিন, ৪ ডিসেম্বর, গরু ছাগল চরাতে মাঠে গিয়েই নিখোঁজ হয় সে। নানা জায়গায় খোঁজাখুঁজির পর, অবশেষে উমেশের বাড়ির পাশের পুকুরে তার মরদেহ মেলে।

এই ঘটনায় শুরু থেকেই ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছিল। রাজ্য জুড়ে ন্যায্য বিচার ও অভিযুক্তদের শাস্তির দাবিতে প্রতিবাদে ফেটে পড়েছিল রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ। বিজেপির নেতৃত্বে একাধিক বিক্ষোভও হয়। মৃতার পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, রক্ষকের বাড়িতেই এই বর্বরতা ঘটে। মৃতা নাবালিকা (minor) ওই বাড়িতে থেকেই পড়াশোনা করত।

ঘটনার তদন্তে নেমে পুলিশের দাবি, এই হত্যা মামলায় এখন পর্যন্ত ৩জনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও কেউ এই ঘটনায় যুক্ত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার জেরে অস্বস্তিতে পড়েছে বসিরহাটের বিজেপি শিবির। কারণ, ধর্ষণ ও খুনের মত ঘটনায় দলের নেতার নাম জড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তিতে আঁচ লেগেছে। বসিরহাটের পুলিশ সুপার ডঃ মেহেদি রহমান হোসেন জানান, “নাবালিকা খুনের ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশি হেফাজতে রেখে তদন্ত চলছে। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা আমরা খতিয়ে দেখছি।”  আরও পড়ুন :  ISI যোগ বর্ধমানের স্বেচ্ছাসেবক কর্মীর! পাক গুপ্তচর সন্দেহে STF-এর জালে ২

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version