Saturday, November 1, 2025

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটে পরিবহন ব্যবস্থা সচল রাখার আশ্বাস রাজ্যের

Date:

বুধবার (৯ জুলাই) কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা সর্বভারতীয় ধর্মঘটের দিন যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেদিকে নজর দিয়ে বিশেষ বাস, ভেসেল পরিষেবা চালানোর সিদ্ধান্ত রাজ্যের (Govt of WB, Transport Department)। পরিবহন দফতরের তরফে নোটিশ দিয়ে জানানো হয়েছে একাধিক কন্ট্রোলরুম খোলার কথা। বুধবার সকাল ৬টা থেকেই কন্ট্রোলরুম খোলা থাকবে। রাস্তায় বেরিয়ে কোনও ধরনের সমস্যায় পড়লে ০৩৩-২২৩৬১৯১৬, ০৪৬২,০৪৬৩ এবং ৮৬৯৭৭৩৩৩৯১ নম্বরে ফোন করে কন্ট্রোল রুমের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে। পাশাপাশি একদিকে যেমন সরকারি বাসচালক, কন্ডাক্টার ও অন্যান্য কর্মীদের ছুটি বাতিল করা হচ্ছে পাশাপাশি বেসরকারি বাস, অটো ট্যাক্সিও পর্যাপ্ত পরিমাণে থাকবে বলে আশ্বাস মিলেছে।

২১টি শ্রম আইন বাতিল করে ৪টি শ্রমকোড চালুর বিরোধিতা করে ৯ জুলাই দেশজুড়ে বন্‌ধ ডেকেছে বাম শ্রমিক সংগঠনগুলি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিলেন এ রাজ্যে কর্মনাসা বনধের সংস্কৃতি চলবে না। এবারেও সেই পথেই হাঁটলো নবান্ন। ধর্মঘটের দিন আচমকা ছুটি নিলে বা হাফ ডে অফিস করলেই শোকজ করতে পারে রাজ্য প্রশাসন। বনধ সংস্কৃতি রুখতে সোমবার বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, ৯ জুলাই সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত অফিস খোলা থাকবে। বিনা অনুমতিতে কোনও কর্মী অনুপস্থিত থাকলে বেতনও কাটা হতে পারে। উপযুক্ত কারণ না দেখাতে পারলে শোকজও করা হতে পারে।

এই ধর্মঘটের শামিল হলেও বুধবার রাস্তায় পর্যাপ্ত বাস থাকবে বলেই জানিয়েছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট (Joint Council of Bus Syndicate), বাস- মিনিবাস সমন্বয় সমিতিসহ বিভিন্ন বেসরকারি বাস সংগঠনগুলোও।রাজ্য পরিবহন দফতরের (Transport Department) তরফে জানানো হয়েছে যে ধর্মঘটের দিন প্রতি শিফটে সিএসটিসি-র ৫০০, সিটিসি ২০০, WBSTC ৭০টি বাস রাস্তায় নামবে। দুই বা তিন শিফট করে বেশিরভাগ বাস চলবে। দুটি অতিরিক্ত ট্রামের পাশাপাশি ২৫টি ভেসেল চলাচল করবে।বনধের দিন ট‌্যাক্সি বন্ধের কথা ঘোষণা করেছে সিটু এবং AITUC। যদিও অ‌্যাপ ক‌্যাব অন্যান্য দিনের মতোই স্বাভাবিক পরিষেবা দেবে বলে জানিয়েছেন অনলাইন ক‌্যাব অপারেটর্স গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ‌্যায় (Indranil Banerjee)।

-।

Related articles

ভারতের শক্তি ব্যাটিং, দুর্বলতা ফিল্ডিংয়ে, পিছিয়ে নেই দক্ষিণ আফ্রিকাও

আগামীকাল মহিলাদের একদিনের বিশ্বকাপের মেগা ফাইনাল। প্রথমবার বিশ্বকাপ জয়ের হাতছানি দুই দলের সামনে। শক্তির নিরিখে এগিয়ে কারা? তুলে...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২১৫৫ ₹ ১২১৫৫০ ₹ খুচরো পাকা সোনা ১২২১৫...

স্কুলের পরে করুন SIR ডিউটি! কমিশনের হঠকারিতায় বিক্ষোভে BLO-রা

আশঙ্কাকে সত্যি করে তড়িঘড়ি দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা। এই ঘোষণা যে কতটা অপরিকল্পিত তা...

SIR ঘোষণার পরে মৃত্যুমিছিল, পথে নেমে প্রতিবাদে মমতা-অভিষেক

মঙ্গলবারই পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্য দুজনের প্রাণহানি হয়েছে। আরও একজন আত্মহত্যার চেষ্টা...
Exit mobile version