Tuesday, January 20, 2026

প্যাকেজে সন্তান ধারণ! তান্ত্রিকের ‘বিধানে’ প্রাণ গেল উত্তরপ্রদেশের গৃহবধূর

Date:

Share post:

শিক্ষার আলোর বিন্দুমাত্র চিহ্ন যে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে পৌঁছায়নি, প্রতিদিন তার নিত্য নতুন উদাহরণ উঠে আসে। এবার সন্তান লাভের আশায় তান্ত্রিকের (tantrik) বিধানে নর্দমার জল পান করে এক মহিলার মৃত্যু হল উত্তরপ্রদেশের (Uttarpradesh) আজমগড়ের এক গৃহবধূর। বধূর মৃত্যর পরে গ্রামের মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। পলাতক তান্ত্রিক ও তার সহযোগীদের গ্রেফতারির দাবি জানানো হয়।

উত্তরপ্রদেশের আজমগড়ের কাঁধড়াপুর গ্রামের অনুরাধা যাদব নামে এক মহিলা চন্দু নামে স্থানীয় এক তান্ত্রিকের দ্বারস্থ হয়। অনুরাধার ১০ বছর বিয়ে হলেও কোনও সন্তান হয়নি। তার জন্য চিকিৎসকের কাছে যাওয়ার বদলে তার মা তাকে তান্ত্রিকের কাছে নিয়ে যায়। তান্ত্রিক রীতিমত সন্তান ধারণের জন্য প্যাকেজ ঘোষণা করে দেয়।

মৃত অনুরাধার বাবার দাবি, ১ লাখ টাকার প্যাকেজ সন্তান ধারণের প্রতিশ্রুতি দেয় তান্ত্রিক চন্দু। তার মধ্যে ২২ হাজার টাকা অগ্রিমও দেওয়া হয় তান্ত্রিককে। সেই মতো রবিবার তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হলে সেখানে উদ্ভট রীতি পালন শুরু করে। দাবি করে, অনুরাধার উপর খারাপ ছায়া রয়েছে। তার প্রভাব কাটাতে অত্যন্ত ভয়ঙ্কর কাজ শুরু করে তান্ত্রিক, তার স্ত্রী ও তার দুই সাগরেদ। প্রথমেই তার চুলের মুঠি ধরে মারতে থাকে তারা। এরপর তার গলা চেপে ধরা হয়। এরপর তার মুখ চেপে তাকে নর্দমার জল খেতে বাধ্য করা হয়।

এরপরই অসুস্থ হয়ে পড়ে অনুরাধা। তখন তান্ত্রিকই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হলে অভিযুক্ত তান্ত্রিক ও তার সঙ্গীরা পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। গৃহবধূর মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। অথচ যে মা অনুরাধাকে তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিলেন, তিনি রক্ষা করতে পারেননি নিজের সন্তানকে। আবার যে শাশুড়ির প্রভাবে মহিলাকে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তিনিও নিরুত্তর এই বিষয়ে।

আরও পড়ুন: শুরু ট্রাম্পের শুল্কের খেলা: কোপ বাংলাদেশ, ব্রিকস দেশ থাইল্যান্ডের উপর

ঘটনায় অভিযুক্ত তান্ত্রিককে সোমবার গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। তবে এই ঘটনায় আবারও প্রকাশ্যে এলো অশিক্ষা ও পুরুষতান্ত্রিক বিধি কতটা ডুবিয়ে রেখেছে উত্তরপ্রদেশকে যেখানে গৃহবধূর প্রাণ চলে যাওয়া নিয়েও পরিবারের আশঙ্কা থাকে না।

spot_img

Related articles

ভোটার তালিকা সংশোধনে কড়া নজরদারি, মঙ্গলবার থেকেই রাজ্যে ৪ স্পেশাল অবজার্ভার

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে আরও সক্রিয় হলো নির্বাচন কমিশন। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তলবে...

আধুনিক হচ্ছে ব্যারাকপুর পুলিশ অ্যাকাডেমি! বসছে সিসিটিভি ও আধুনিক অগ্নি-নির্বাপণ ব্যবস্থা

রাজ্যের পুলিশ প্রশিক্ষণের অন্যতম প্রধান কেন্দ্র ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির ফরেনসিক ও সাইবার ফরেনসিক ল্যাবরেটরির নিরাপত্তা...

রোজ ভ্যালির টাকা ফেরত শুরু, তিন দফায় প্রায় ২৯ কোটি টাকা পাচ্ছেন আমানতকারীরা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রোজ ভ্যালি কাণ্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া গতি পেল। রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল...

সুপ্রিম রায়ের পরেই পদক্ষেপ! ১০ প্রতিনিধি নিয়ে সিইও মনোজ আগরওয়ালের সময় চাইলেন অভিষেক

'সুপ্রিম' নির্দেশের পরেই অ্যাকশন! এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাতের আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয়...