রাজ্যের শিল্প পরিকাঠামোয় টাটা গোষ্ঠীর সক্রিয় ভূমিকা আরও জোরদার হতে পারে, এমন ইঙ্গিত মিলল বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টাটা সন্স এবং টাটা গ্রুপের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণের বৈঠকে।
দুপুরে মুখ্যমন্ত্রীর দফতরে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। নবান্ন সূত্রে খবর, বৈঠকে রাজ্যে চলতি টাটা গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ শিল্প বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, শিল্প এবং অর্থ দপ্তরের শীর্ষ কর্তারা।
রাজ্যে টাটা গোষ্ঠীর একাধিক প্রকল্প ইতিমধ্যেই চালু রয়েছে। ফলে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন শিল্প মহলের অনেকে। বিশেষত রাজ্যে নতুন শিল্প সম্ভাবনা এবং প্রযুক্তি বিনিয়োগের প্রসঙ্গেও বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
শাসক দলের একাংশের মতে, এই ধরনের উচ্চপর্যায়ের বৈঠক রাজ্যে শিল্পবান্ধব পরিবেশের বার্তা দেয়। মুখ্যমন্ত্রী নিজেও বারবার বিনিয়োগ আকর্ষণের জন্য উদ্যোগী হয়েছেন। টাটা গোষ্ঠীর সঙ্গে রাজ্যের সহযোগিতা আরও সুদৃঢ় হলে আগামী দিনে শিল্প ক্ষেত্রে রাজ্যের অগ্রগতি ত্বরান্বিত হবে বলেই আশাবাদ প্রশাসনের।
আরও পড়ুন – বাংলা বললেই বাংলাদেশি? ওড়িশায় কেতুগ্রামের ১৬ শ্রমিক আটক, উদ্বেগে পরিবার
_
_
_
_
_
_
_
_
_
_