Monday, November 10, 2025

কিছুদিন আগে দিল্লি গিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপরই চূড়ান্ত হয়েছে বাংলার রাজ্য সভাপতির পদ কে পাবেন। নতুন পদে এসে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharyya) রাজ্য বিজেপির সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্ক ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছেন। রাজ্য সভাপতিকে নিজের সমর্থন জানিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এই পরিস্থিতিতে দিলীপের আবার দিল্লি (Delhi) যাত্রা নতুন জল্পনাকে উসকানি দিয়েছে। রাজ্য সভাপতি না হোক, দিলীপ ঘোষ কি সর্বভারতীয় পদ ফিরে পেতে চলেছেন, দিল্লি সফরে উঠেছে প্রশ্ন। যদিও দিলীপ বলছেন তিনি ব্যক্তিগত ভাবেই দিল্লি গিয়েছেন।

শমীক ভট্টাচার্যের হাত ধরে বঙ্গ বিজেপির ঠোঁটকাটা নেতা দিলীপ ঘোষ অনেকটাই যুক্ত হয়েছেন রাজ্য রাজনীতির সঙ্গে। তাঁর সমর্থকদের নতুনভাবে দায়িত্ব তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি নিজেও পুরোনো বিজেপি কর্মীদের উত্থানের বার্তা দিয়েছেন। ইতিমধ্যেই জেলায় জেলায় ফোন গিয়েছে আদি বিজেপি জেগে ওঠো, বলে। দলবদলু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) মতো নেতারা সম্প্রতি সমঝোতার পথে চলে আসছেন, তাও স্পষ্ট।

যেভাবে শুভেন্দু-সুকান্ত জুটি বাংলায় বিজেপির প্রতি মানুষের যতটুকু সমর্থন ছিল, তাকে আরও কমানোর প্রক্রিয়ায় নিয়ে গিয়েছেন, তাতে রাশ টানতেই পুরোনো বিজেপিকে চাঙ্গা করার পন্থায় কেন্দ্রীয় কমিটি। ডাক পড়েছে দিলীপ ঘোষের। তাঁর সঙ্গে দেখা করেছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

আরও পড়ুন: কলেজ স্ট্রিটে পুলিশকে চড় SFI-এর! শূন্যতেও হিংস্রতা নিয়ে প্রশ্ন তৃণমূলের

আর এবার দিল্লিতে (Delhi) ডাক পড়েছে। যদিও দিলীপ ঘোষ বলছেন, তিনি বারবারই প্রয়োজনে দিল্লি গিয়েছেন, সেখানে বস্তি এলাকায় কাজ করেছেন। এবারেও নিজের প্রয়োজনেই এসেছেন। তবে মুখের মুচকি হাসি কিন্তু বলছে অন্য কথা। চুপিচুপি কার সঙ্গে দেখা করে কোন কর্মসূচি সারতে দিল্লিতে দিলীপ, তা নিয়ে রহস্য রেখেছেন প্রাক্তন রাজ্য সভাপতি। তবে বিজেপির আদি গোষ্ঠীর অন্দরমহলের গুঞ্জন, পুরোনো সর্বভারতীয় পদ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে দিলীপ ঘোষের।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version