Thursday, August 21, 2025

মমতার বিরুদ্ধে দুর্নীতির মামলা নেই, তাঁর সমালোচকদের আছে! নাম না করে শুভেন্দুদের ধুয়ে দিলেন দিলীপ

Date:

Share post:

কলকাতা থেকে দিল্লি গিয়েও মেজাজ অখুন্ন বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বুধবার, রাজধানীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দিলীপ। কারও নাম না করে দিলীপের স্পষ্ট কথা, অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কথা বলছেন। তাঁদের বিরুদ্ধে অনেক দুর্নীতির মামলা আছে। কিন্তু মমতার বিরুদ্ধে কোনও মামলা নেই। এই কথার পর ফের নতুন করে শুরু হয়েছে চর্চা। তাহলে কী দীনদয়াল মার্গের ডাকের পরেও অভিমান ভাঙেনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির!

রাজ্যে বিজেপির (BJP) সভাপতি পদে পালাবদলের পরে ফের পদ্মসংসারে দাপট দিলীপ ঘোষের। রাজ্য সভাপতি সম্বর্ধনা মঞ্চে ডাক না পেলেও মঙ্গলবার নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে তিনি বুঝিয়েছিলেন- তিনিই খবরে আছেন। তারপরই দিল্লিতে ডাক। কার্যত বিজেপির মঞ্চে আবার খবরে দিলীপ। সেই ইঙ্গিত পেতেই গত প্রায় চারবছর ধরে তাঁকে দমানোর চেষ্টা করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Ahikari) ও প্রাক্তন সুকান্ত মজুমদারকে নাম না করে কটাক্ষ দিলীপ ঘোষের। দিল্লিতে এদিন কার্যত ধুয়ে দেন তিনি। তিনি বলেন, মুখ্যমন্ত্রী তাঁকে সম্মান দিয়েছেন বলেই তিনি তাঁর সঙ্গে দিঘায় জগন্নাথ মন্দিরে সাক্ষাৎ করেছেন। যাঁরা বড় বড় কথা বলছেন, তাঁদের বিরুদ্ধে অনেক কেস আছে। কিন্তু তিনি যাঁর সঙ্গে দেখা করেছেন, সেই মমতা বন্দ্যোপাদ্যারে বিরুদ্ধে কোনও কেস নেই।

বঙ্গ বিজেপির দলবদলু নেতাদের নাম না করে তীব্র আক্রমণ করেন দিলীপ। বলেন, “সেখানে গত এক-দেড় বছর অনেক অপমান সহ্য করেছি। কিন্তু বিজেপি ত্যাগ করিনি। দলীয় কর্মসূচিতে আমাকে বসার জন্য একটি চেয়ারও দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও দুর্নীতির মামলা নেই, কিন্তু যাঁরা তাঁর সমালোচনা করছেন তাঁদের বিরুদ্ধে অনেক কেস আছে।”

স্ত্রীক রাজধানী আছেন দিলীপ। শনিবার তাঁর কলকাতা ফেরার কথা। দিলীপ জানান, তাঁর আগে রাজধানীতে তিনি পরিচিতদের সঙ্গে দেখা করছে।ন। এই পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমোকে টেনে বিজেপির রাজ্য সভাপতির এই বিস্ফোরক উক্তি ফের রাজ্য রাজনীতিতে জল্পনার দাবানল ছড়িয়েছে।

spot_img

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...