Saturday, December 6, 2025

মমতার বিরুদ্ধে দুর্নীতির মামলা নেই, তাঁর সমালোচকদের আছে! নাম না করে শুভেন্দুদের ধুয়ে দিলেন দিলীপ

Date:

Share post:

কলকাতা থেকে দিল্লি গিয়েও মেজাজ অখুন্ন বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বুধবার, রাজধানীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দিলীপ। কারও নাম না করে দিলীপের স্পষ্ট কথা, অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কথা বলছেন। তাঁদের বিরুদ্ধে অনেক দুর্নীতির মামলা আছে। কিন্তু মমতার বিরুদ্ধে কোনও মামলা নেই। এই কথার পর ফের নতুন করে শুরু হয়েছে চর্চা। তাহলে কী দীনদয়াল মার্গের ডাকের পরেও অভিমান ভাঙেনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির!

রাজ্যে বিজেপির (BJP) সভাপতি পদে পালাবদলের পরে ফের পদ্মসংসারে দাপট দিলীপ ঘোষের। রাজ্য সভাপতি সম্বর্ধনা মঞ্চে ডাক না পেলেও মঙ্গলবার নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে তিনি বুঝিয়েছিলেন- তিনিই খবরে আছেন। তারপরই দিল্লিতে ডাক। কার্যত বিজেপির মঞ্চে আবার খবরে দিলীপ। সেই ইঙ্গিত পেতেই গত প্রায় চারবছর ধরে তাঁকে দমানোর চেষ্টা করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Ahikari) ও প্রাক্তন সুকান্ত মজুমদারকে নাম না করে কটাক্ষ দিলীপ ঘোষের। দিল্লিতে এদিন কার্যত ধুয়ে দেন তিনি। তিনি বলেন, মুখ্যমন্ত্রী তাঁকে সম্মান দিয়েছেন বলেই তিনি তাঁর সঙ্গে দিঘায় জগন্নাথ মন্দিরে সাক্ষাৎ করেছেন। যাঁরা বড় বড় কথা বলছেন, তাঁদের বিরুদ্ধে অনেক কেস আছে। কিন্তু তিনি যাঁর সঙ্গে দেখা করেছেন, সেই মমতা বন্দ্যোপাদ্যারে বিরুদ্ধে কোনও কেস নেই।

বঙ্গ বিজেপির দলবদলু নেতাদের নাম না করে তীব্র আক্রমণ করেন দিলীপ। বলেন, “সেখানে গত এক-দেড় বছর অনেক অপমান সহ্য করেছি। কিন্তু বিজেপি ত্যাগ করিনি। দলীয় কর্মসূচিতে আমাকে বসার জন্য একটি চেয়ারও দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও দুর্নীতির মামলা নেই, কিন্তু যাঁরা তাঁর সমালোচনা করছেন তাঁদের বিরুদ্ধে অনেক কেস আছে।”

স্ত্রীক রাজধানী আছেন দিলীপ। শনিবার তাঁর কলকাতা ফেরার কথা। দিলীপ জানান, তাঁর আগে রাজধানীতে তিনি পরিচিতদের সঙ্গে দেখা করছে।ন। এই পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমোকে টেনে বিজেপির রাজ্য সভাপতির এই বিস্ফোরক উক্তি ফের রাজ্য রাজনীতিতে জল্পনার দাবানল ছড়িয়েছে।

spot_img

Related articles

কল্যাণের অপসারণে আন্দোলনের ডাক বাজাজের, ফুটবলপ্রেমীদের দিলেন বার্তা

ভারতীয় ফুটবলের অচলাবস্তা অব্যাহত। আইএসএল থেকে আই লিগ নিয়ে ঘোর অনিশ্চয়তা। ফেডারেশন কিছুই করতে না পারায় সমস্যা সমাধানে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৬ ডিসেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

বিশ্বকাপে মেসি-রোনাল্ডো দ্বৈরথ! গ্রুপ পর্বেই দুই গোল মেশিনের লড়াই

ঢাকে কাঠি পড়ে গেল ফুটবল বিশ্বকাপের।   মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৬ ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup 2026) ড্র। অর্থাৎ, গ্রুপ পর্বে...

রাজনৈতিক মোড়কে মসজিদ প্রতিষ্ঠা! হুমায়ুনের মিথ্যাচারে ধুইয়ে দিলেন কুণাল

বারবার বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বাংলায় মন্দির প্রতিষ্ঠা হলেও তিনি...