মমতার বিরুদ্ধে দুর্নীতির মামলা নেই, তাঁর সমালোচকদের আছে! নাম না করে শুভেন্দুদের ধুয়ে দিলেন দিলীপ

Date:

Share post:

কলকাতা থেকে দিল্লি গিয়েও মেজাজ অখুন্ন বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বুধবার, রাজধানীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক দিলীপ। কারও নাম না করে দিলীপের স্পষ্ট কথা, অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কথা বলছেন। তাঁদের বিরুদ্ধে অনেক দুর্নীতির মামলা আছে। কিন্তু মমতার বিরুদ্ধে কোনও মামলা নেই। এই কথার পর ফের নতুন করে শুরু হয়েছে চর্চা। তাহলে কী দীনদয়াল মার্গের ডাকের পরেও অভিমান ভাঙেনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির!

রাজ্যে বিজেপির (BJP) সভাপতি পদে পালাবদলের পরে ফের পদ্মসংসারে দাপট দিলীপ ঘোষের। রাজ্য সভাপতি সম্বর্ধনা মঞ্চে ডাক না পেলেও মঙ্গলবার নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে তিনি বুঝিয়েছিলেন- তিনিই খবরে আছেন। তারপরই দিল্লিতে ডাক। কার্যত বিজেপির মঞ্চে আবার খবরে দিলীপ। সেই ইঙ্গিত পেতেই গত প্রায় চারবছর ধরে তাঁকে দমানোর চেষ্টা করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Ahikari) ও প্রাক্তন সুকান্ত মজুমদারকে নাম না করে কটাক্ষ দিলীপ ঘোষের। দিল্লিতে এদিন কার্যত ধুয়ে দেন তিনি। তিনি বলেন, মুখ্যমন্ত্রী তাঁকে সম্মান দিয়েছেন বলেই তিনি তাঁর সঙ্গে দিঘায় জগন্নাথ মন্দিরে সাক্ষাৎ করেছেন। যাঁরা বড় বড় কথা বলছেন, তাঁদের বিরুদ্ধে অনেক কেস আছে। কিন্তু তিনি যাঁর সঙ্গে দেখা করেছেন, সেই মমতা বন্দ্যোপাদ্যারে বিরুদ্ধে কোনও কেস নেই।

বঙ্গ বিজেপির দলবদলু নেতাদের নাম না করে তীব্র আক্রমণ করেন দিলীপ। বলেন, “সেখানে গত এক-দেড় বছর অনেক অপমান সহ্য করেছি। কিন্তু বিজেপি ত্যাগ করিনি। দলীয় কর্মসূচিতে আমাকে বসার জন্য একটি চেয়ারও দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও দুর্নীতির মামলা নেই, কিন্তু যাঁরা তাঁর সমালোচনা করছেন তাঁদের বিরুদ্ধে অনেক কেস আছে।”

স্ত্রীক রাজধানী আছেন দিলীপ। শনিবার তাঁর কলকাতা ফেরার কথা। দিলীপ জানান, তাঁর আগে রাজধানীতে তিনি পরিচিতদের সঙ্গে দেখা করছে।ন। এই পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমোকে টেনে বিজেপির রাজ্য সভাপতির এই বিস্ফোরক উক্তি ফের রাজ্য রাজনীতিতে জল্পনার দাবানল ছড়িয়েছে।

spot_img

Related articles

রানাকে ফের কটাক্ষ কুণালের, কী বললেন?

দীর্ঘদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ কুণাল ঘোষের (Kunal Ghosh)। সাংবাদিক কুণাল ঘোষ, রাজনীতিবিদ কুণাল ঘোষ- কারও কাছেই...

লাদাখের কণ্ঠরোধে বল প্রয়োগ: সোনমকে পাঠানো হল যোধপুর জেলে, শহরে বন্ধ ইন্টারনেট

আন্দোলনের অন্যতম চালক পরিবেশকর্মী সোনম ওয়াংচুকে (Sonam Wangchuk) গ্রেফতার করলেই ক্ষোভ ছড়িয়ে পড়বে, আন্দাজ করেছিল অমিত শাহের (Amit...

শাহর বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগকারী, তারই পুজোর উদ্বোধনে স্বরাষ্ট্রমন্ত্রী!

স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। দাবি করেছিলেন, অমিত শাহর প্ররোচনায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির গুণ্ডাবাহিনী। শুক্রবার কলকাতায়...

কলকাতা থেকে জেলায় পুজো দেখতে বেরিয়ে হয়রান! এক App-এই সমাধান রাজ্য পুলিশের

কখনও পুজোর প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে খুঁজে না পাওয়া। আবার কখনও যানজটে আটকে যাওয়া। কলকাতা শহর থেকে জেলা শহরে...