Sunday, November 9, 2025

জিরো টলারেন্স নীতি! ট্রাক ভাঙচুরের অভিযোগে নিউ আলিপুরে সাসপেন্ড ৪ SI

Date:

Share post:

নিউ আলিপুর থানার চার সাব ইনস্পেক্টরকে (SI) সাসপেন্ড করা হয়েছে। নিউ আলিপুর থানা এলাকায় রাস্তায় পর পর দাঁড়িয়ে থাকে একাধিক ট্রাক। অভিযোগ ওখানে দাঁড়িয়ে থাকা বহু ট্রাকের কাচ ভেঙেছেন এই চারজন পুলিশ (Police) আধিকারিক। অভিযোগ, পাওয়ার পর ওই চারজনকেই সাসপেন্ড করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ডিসি সাউথ এই ঘটনার বিষয়ে জানিয়েছেন, কেন ট্রাকের কাঁচ ভেঙে ফেলা হল সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের সাসপেন্ড করে বিষয়টির তদন্ত চলছে।

নিউ আলিপুর রেলওয়ে স্লাইডিংয়ের কাছে বহু ট্রাক পর পর দাঁড়িয়ে থাকে। রাতে অনেক চালকেরা ট্রাকের ভিতরে ঘুমোন। অভিযোগ, এই ট্রাকগুলির কাছে এসে বেশ কয়েক দিন ধরেই রীতিমতো তাণ্ডব চালাচ্ছিলেন কর্তব্যরত পুলিশকর্মী। গাড়ির কাঁচ ভাঙা হচ্ছে, দুর্ব্যবহার করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় ট্রাকচালকদের মারধর করা হচ্ছে। অত্যাচার অতিরিক্ত মাত্রায় পৌঁছনোর পরেই ট্রাক চালকদের সংগঠন নিউ আলিপুর লরি অ্যাসোসিয়েশনের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মঙ্গলবার রাতে ঘটনা মাত্রাতিরিক্ত অবস্থায় পৌঁছনোর ফলে ট্রাক (Truck) চালকদের সংগঠনের তরফে অভিযোগ করা হয়। থানায় জানানো হয়েছে, প্রতি দিন রাত সাড়ে ১১টা-১২টা নাগাদ বিনা কারণেই অত্যাচার করে পুলিশ। মদ খেয়ে আসে অনেকেই। লরির কাঁচ ভাঙা হয়। মঙ্গলবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। অনেক চালক যাঁদের ঘরবাড়ি নেই তাঁরা ট্রাকের ভিতরেই রাতে ঘুমোন। সেখানে ঢুকে পুলিশ মারধর করছে। তবে তাঁরা জানান পুলিশকর্মীরা কোনও টাকা তাঁদের কাছে চাননি।

সংগঠনের অভিযোগের ভিত্তিতে নিউ আলিপুর থানার চার এসআইকে চিহ্নিত করা হয়েছে লালবাজারের তরফে। তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। কেন তাঁরা এই আচরণ করেছেন সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে স্থানীয় সূত্রে খবর, বেশিরভাগ ক্ষেত্রেই কোন অনুমতি ছাড়াই এই ট্রাক রাখা হয় ওই স্থানে যার ফলে বাসিন্দাদের অনেকরকম সমস্যার সম্মুখীন হতে হয়।
আরও খবরবয়ানে একাধিক অসঙ্গতি! মহেশতলায় নার্সকে খুনে গ্রেফতার স্বামী

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...