Tuesday, November 4, 2025

দিল্লির ‘জয় হিন্দ কলোনি’-তে বাঙালিদের হেনস্থা! প্রতিবাদে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী

Date:

দিল্লির (Delhi) বসন্ত কুঞ্জ এলাকার ‘জয় হিন্দ কলোনি’-তে বাঙালি শ্রমজীবী মানুষের বিরুদ্ধে ‘দমনমূলক’ পদক্ষেপের কড়া নিন্দা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী জানান, ওই কলোনি মূলত অসংগঠিত ক্ষেত্রের বাঙালি শ্রমিকদের দ্বারা গঠিত, যাঁরা দিল্লির নির্মাণ ও শ্রম ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই পরিস্থিতিতে তাঁদের জল, বিদ্যুৎ এবং বাসস্থানের মতো মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) এই নিয়ে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “ওই কলোনিতে জল ও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। বিদ্যুৎ মিটার কেড়ে নিয়ে আচমকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। বেসরকারি জল ট্যাংকার এনে জল সরবরাহের চেষ্টা করলেও দিল্লি পুলিশ ও র‍্যাফ মিলে তা আটকায়। এমনকি বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও জোরপূর্বক উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।”

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রশ্ন তোলেন, “একটি গণতান্ত্রিক দেশের নাগরিকদের জল, বিদ্যুৎ, বাসস্থানের মতো মৌলিক অধিকার কেড়ে নেওয়া হলে আমরা কিভাবে নিজেদের গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলে দাবি করি?”

মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, বাংলায় বাঙালিদের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ায় বিজেপি এখন দেশের অন্যান্য রাজ্যে ‘বাংলা বিরোধী’ মনোভাব ছড়িয়ে দিচ্ছে। তিনি লেখেন, “গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে বাঙালি ভাষাভাষীদের নিশানা করা হচ্ছে। এবং এখন সেই শত্রুতা জাতীয় রাজধানীতেও পৌঁছে গিয়েছে।”

বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা ভাষায় কথা বললেই কেউ বাংলাদেশি হয়ে যায় না। এই ভাষাভাষীরা ভারতের নাগরিক। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের অনুপ্রবেশকারী বলে দেগে তাঁদের উপর যে আচরণ করা হচ্ছে, তা অত্যন্ত লজ্জাজনক।”

শেষে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা চুপ করে থাকব না। বাংলার মানুষকে এদেশে অনাহূত অতিথির মতো ব্যবহার করলে আমরা তার বিরুদ্ধে সবরকম মঞ্চে প্রতিবাদ জানাব। বাংলার সরকার সমস্ত নিপীড়িত কণ্ঠের পাশে আছে।”
আরও খবরবাংলায় কথা বলে ভিনরাজ্যে ‘বেআইনি’ আটক! রাজ্যকে কড়া পদক্ষেপের নির্দেশ হাই কোর্টের

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version