Wednesday, August 27, 2025

তালিবানি শাসনে বাল্যবিবাহের বাড়বাড়ন্ত, ৪৫ বছরের ব্যক্তির সঙ্গে ৬ বছরের শিশুর বিয়ে!

Date:

আফগানিস্তান (Afghanistan) তালিবানদের দখলে যাওয়ার পর থেকেই সেদেশের মহিলাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। একাধিক নিষেধাজ্ঞার জেরে পিছিয়ে পড়েছে সে দেশের নারী সমাজ। আর এবার রেহাই পেল না ৬ বছরের শিশুকন্যাও। ৪৫ বছরের ব্যক্তির সঙ্গে বছর ছয়েকের নাবালিকার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই ফের একবার স্পষ্ট হল ২০২৫ সালে দাঁড়িয়েও আফগানভূমিতে তালিবানি শাসনে বাল্যবিবাহের বাড়বাড়ন্তের ছবি (Child marriage risining in Afghanistan)।

ঘটনা আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের (Helmand Province, Afghanistan)। সেখানকার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে জুন মাসের শেষের দিকে মারজাহ জেলায় ৬ বছরের শিশুকন্যাকে ৪৫ বছরের এক ব্যক্তির বিয়ে করেন। তাঁর আগের দুই স্ত্রী থাকা সত্ত্বেও তৃতীয়বার তিনি এক নাবালিকাকে বিয়ে করলেন। এই বিয়ের জন্য ওই শিশুর পরিবারকে টাকাও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে স্থানীয় তালিবান কর্তৃপক্ষ এই বিষয়ে কোনও মন্তব্য না করলেও পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় (Social media) গোটা ব্যাপারটা জানাজানি হতেই লোক দেখানো পদক্ষেপ করেছে। তালিবান সরকারের তরফে বলা হয়েছে শিশুটির বয়স ৯ বছর না হওয়া পর্যন্ত ওই ব্যক্তি শিশুটির তার থাকতে পারবেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকাল যখন মহিলারা জলে -স্থলে – অন্তরীক্ষে সর্বত্র নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন, সেখানে দাঁড়িয়ে শিশুকন্যাকে এভাবে বয়স্ক ব্যক্তির সঙ্গে আইনবিরুদ্ধভাবে বিয়ে দেওয়ার ঘটনা কীভাবে প্রগতিশীল সমাজে ঘটতে পারে? ২০২১ সালের আগে আফগানিস্তানের আইনে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৬ এবং ছেলেদের জন্য ১৮ বছর নির্ধারণ করা হয়েছিল। কিন্তু তালিবান ক্ষমতা দখলের পর থেকে সব নাগরিক আইন বাতিল করেছে। মানবাধিকার গোষ্ঠীগুলি বারবার আন্তর্জাতিক পদক্ষেপের অনুরোধ জানিয়েছে। কিন্তু নির্লজ্জ তালিবানি স্বেচ্ছাচারিতা যে এতটুকু কমেনি তার প্রমাণ ফের মিলল।

 

Related articles

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...

পুজোর মেনুতে নতুন স্বাদ: বড় নির্দেশ রুফ-টপ রেস্তোঁরা নিয়ে

পুজোর মরশুম মানেই পেটপুজোর মরশুম। আর তাতে আলাদা মাত্রা যোগ করে শহরের রুফ টপ রেস্তোঁরাগুলি (roof top restaurant)।...

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...
Exit mobile version