বৃহস্পতির সকালে আচমকা ভূমিকম্প রাজধানীতে (Earthquake in Delhi)। সকাল ৯:০৪ মিনিট নাগাদ কেঁপে উঠল দিল্লিসহ এনসিআরের (Delhi – NCR) বিস্তীর্ণ অঞ্চল। কম্পন অনুভূত হল গুরগাঁও, নয়ডা, গাজিয়াবাদেও। জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের এপিসেন্টার দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

ভূমিকম্পের জেরে দিল্লি ও আশেপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়।এলাকাবাসীরা জানাচ্ছেন, কর্মব্যস্ত সকালে আচমকাই বাড়িতে ফ্যান এবং অন্য আসবাবপত্র কাঁপতে শুরু করে। এরপরই তাঁরা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। রাজধানী সংলগ্ন উত্তরপ্রদেশের নয়ডা এবং হরিয়ানার গুরগাঁওতে একাধিক সংস্থার অফিসের কম্পিউটারগুলো কেঁপে ওঠে। কর্মীরাও ভয়ে বহু বহুতল ছেড়ে বাইরে চলে যান। দিল্লি ছাড়াও উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্তের মেরঠ এবং শামলিতে ও হরিয়ানার সোনিপত এবং হিসারেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–