Friday, December 5, 2025

কাজ করল না ভারতীয় পেস বোলিং অ্যাটাক, লর্ডসে সাবধানী ক্রিকেট ইংল্যান্ডের

Date:

Share post:

বার্মিংহামের বোলিংয়ের ছিটেফোঁটাও দেখা গেল না লর্ডসের (Lords Cricket Ground) ম্যাচের প্রথম দিনে। পার্টটাইম বোলার নীতীশ রেড্ডি (Nitish Reddy) প্রথম সেশনে টিম ইন্ডিয়ার মুখরক্ষা করলেও, গত ম্যাচের তারকাখচিত পেস অ্যাটাকের বিন্দুমাত্র ঝলক মিলল না তৃতীয় টেস্টে। টিম ইন্ডিয়া সাপোর্টারদের আশা ছিল সিমিং পরিবেশে যশপ্রীত বুমরাহ-মহম্মদ সিরাজ-আকাশদীপের মতো পেস ত্রয়ীদের দাপট দেখা যাবে। কিন্তু বাস্তবে হলে ঠিক তার উল্টো। প্রথম দিনের শেষে মাত্র ৪ উইকেট হারিয়ে ২৫১ রান করে চালকের আসনে রুট-স্টোকসরা। ৯৯ রানে অপরাজিত জো রুট (Joe Root)।

টস হারার হ্যাটট্রিক করে ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে বোলিং করেন শুভমনরা। ভারতীয় টেস্ট অধিনায়ক অবশ্য জানিয়েছিলেন টসে জিতলেও তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তই নিতেন। এবারে পাটা ব্যাটিং উইকেট যে হবেনা তার আভাস আগেই মিলেছিল। ভারতীয় দলে প্রসিদ্ধ কৃষ্ণার পরিবর্তে এই ম্যাচে খেলেন যশপ্রীত বুমরাহ (Jashprit Bumrah)। উইকেট না পেলেও শুরুর দিকে নেট রান রেটকে যথেষ্ট বেধে রেখেছিলেন তিনি। বুম বুম ম্যাজিক কাজ করে ১৬ ওভারের মাথায়। গত ম্যাচের নায়ক আকাশদীপ কিংবা এক ইনিংসে পাঁচ উইকেট পাওয়া মহম্মদ সিরাজরা ইংরেজ ব্যাটারদের উপর এদিন কোনঅ প্রভাব ফেলতে পারেননি। মাত্র ১৩তম ওভারে নীতীশ রেড্ডির হাতে বল তুলে দিলেন অধিনায়ক শুভমান গিল। তারপরেই লর্ডসে রেড্ডি মিরাকেল। ব্যাক টু ব্যাক উইকেট নেন ভারতের তরুণ তুর্কি।খেলার শুরুতে পিচ থেকে ভালোই সুইং পাচ্ছিলেন ভারতীয় বোলাররা। কিন্তু ভাগ্য দেবতা আজ বোধহয় ইংল্যান্ডের সহায় ছিলেন। তবে বলতেই হয় ব্যাজবল ক্রিকেটকে দূরে সরিয়ে এদিন বেশ সাবধানে ব্যাটিং করেন রুট- পোপ-স্টোকসরা। হাতে চোর পাওয়ার কারণে মাঝপথে মাঠ ছাড়েন ঋষভ পন্থ। তাঁর জায়গায় কিপিং করেছেন ধ্রুব জুড়েল। উইকেটের পেছনে তাঁকে বেশ সাবলীল লেগেছে। বুমরাহ এবং জাডেজা একটি করে উইকেট পেয়েছেন। ক্রিজে স্টোকস আর রুট। শুক্রবার প্রথম সেশনে ভারত আদৌ এই জুটি ভাঙতে পারে নাকি ব্রিটিশ ব্যাটাররা রানের পাহাড় তৈরি করেন এখন সেটাই দেখার।

 

spot_img

Related articles

Indigo-র ১০০০ বিমান বাতিল! বিমানবন্দরে আতান্তরে যাত্রীরা

বিমান বাতিলের (Flight Cancelled) রেকর্ড গড়ল দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো (Indigo)। গত ৩-৪ দিনে বিমান বাতিল...

‘বন্ধু’ পুতিনকে শ্রীমদ্ভগবদ্ গীতা উপহার মোদির, সফরে বিশেষ নজর ভারত-রুশ জ্বালানি সম্পর্কে

দুদিনের সফরে ভারতে পা রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বৃহস্পতিবার সন্ধেয় প্রোটোকল ভেঙে তাঁকে বিমানবন্দরে গিয়ে...

বড়ে বড়ে দেশো মে… DDLJ-র ৩০ বছর পূর্তিতে লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের রাজ-সিমরন

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'- শাহরুখ খান- কাজল অভিনীত অত্যন্ত জনপ্রিয় এই বলিউডি ফিল্মের (Bolliwood Film) এবার মুক্তির ৩০...

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...