Thursday, November 27, 2025

বলিউডে বাংলায় প্রশ্ন করা নিয়ে আপত্তি বিতর্কে মুখ খুললেন প্রসেনজিৎ 

Date:

Share post:

টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ ম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) বরাবরই বিতর্কিত বিষয় থেকে নিজেকে দূরে রাখেন। কিন্তু এবার নিজের সিনেমার প্রচার করতে গিয়ে বিপাকে পড়লেন অভিনেতা। বাংলা সিনেজগতের সকলের প্রিয় বুম্বাদা, বলিউডে ছবির প্রচারে বাংলা ভাষায় প্রশ্ন করতে বারণ করেছেন সাংবাদিককে, এ ঘটনা দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় (Social media)। রাজকুমার রাও (Rajkumar Rao) অভিনীত ‘মালিক’ ছবির প্রচারে গিয়ে বাংলা সিনে ইন্ডাস্ট্রির বুম্বাদার এহেন আচরণে ক্ষুব্ধ তাঁর অনুরাগীরা। কিন্তু আদৌ বাংলা ভাষাকে অপমান করতে চেয়েছিলেন কি প্রসেনজিৎ? বিতর্কের মুখে সুপারস্টারের বক্তব্য, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে ক্ষমা চাইলেন বিশ্বজিৎ-পুত্র।


বাংলা ভাষায় একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয় করার পর, প্রসেনজিৎ ইদানিং বলিউডের ভিন্ন ধর্মী কাজে আগ্রহ দেখাচ্ছেন। কখনও ওয়েব সিরিজে অভিনয় করছেন, কখনও আবার বড়পর্দায় চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। এবার তাঁকে দেখা যাবে রাজকুমার রাও অভিনীত ‘মালিক’ সিনেমায় উর্দিধারী পুলিশের চরিত্রে । মুম্বইয়ে এই ছবির সাংবাদিক সম্মেলনে তাঁকে বাংলা ভাষায় প্রশ্ন করা হলে টলিপাড়ার বুম্বাদা সাংবাদিককে বলেন, “এখানে বাংলায় কথা বলার কী দরকার?” ব্যাস, এরপরই বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের কটাক্ষের শিকার হন প্রসেনজিৎ। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও শেষমেষ মুখ খুললেন অভিনেতা। বৃহস্পতিবার সমাজমাধ্যমের পাতায় দীর্ঘ পোস্ট করে ‘মনের মানুষ’ অভিনেতা লেখেন, “আমি ৪২ বছর মূলত বাংলায় কাজ করছি। গত কয়েক বছর জাতীয় স্তরে কয়েকটা কাজ করার সুযোগ এসেছে। সেরকমই একটা হিন্দি ছবির ট্রেলার মুক্তি উপলক্ষে মুম্বইয়ের সাংবাদিক সম্মেলন হচ্ছিল। ডায়াসে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা প্রত্যেকেই ইংরেজিতে কথা বলছিলেন। অনেকেই সেখানে বাংলা বোঝেন না। বাংলার একজন সাংবাদিক আমায় বাংলায় প্রশ্ন করেন। তিনি আমার দীর্ঘদিনের পরিচিত, অত্যন্ত স্নেহের পাত্রী। কিন্তু আমার সেই মুহূর্তে মনে হয়েছিল বাংলায় উত্তর দিলে হয়তো অনেকে সঠিক মানে বুঝতে পারবেন না।যেহেতু ওখানে বাংলা ভাষা বোঝেন না এমন মানুষের সংখ্যাই অনেক বেশি তাই এই মন্তব্য করেছিলাম। আমার এই কথায় অনেকে আঘাত পেয়েছেন। আমিও পেয়েছি। আমার কথা ভুলভাবে পৌঁছেছে সকলের কাছে।” অভিনেতা জানান, মাতৃভাষাকে অপমান করার কথা তিনি স্বপ্নেও ভাবতে পারেন না। তান কথায় বাংলার মানুষের আঘাত লাগে তার জন্য সকলের কাছে ক্ষমাও চেয়েছেন প্রসেনজিৎ। এখন সুপারস্টারের এই পোস্টের পর বিতর্ক থামে কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

ক্যান্সারে আক্রান্ত শ্রাবণী, সাহায্যের আবেদন টলিউডের জনপ্রিয় অভিনেত্রীর

মারণরোগ ক্যান্সারে আক্রান্ত টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী (Actress) শ্রাবণী বণিক (Shraboni Banik)। অভিনেত্রী হলেও, এই চিকিৎসার জন্য আর্থিক...

SIR-ই দায়ী: উত্তরপ্রদেশে দুদিনে ২ BLO আত্মঘাতী, ১জনের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু!

চলতি এসআইআর প্রক্রিয়াকে দায়ী করে যোগীরাজ্যে এবার বিএলও-দের মৃত্যু মিছিল। কখনও ইনিউমারেশন প্রক্রিয়ায় ভোটার তালিকায় নাম তোলা নিয়ে...

রহস্যজনক! কে বানালো ভোটার তালিকা তৈরির অ্যাপ, কমিশনকে প্রশ্ন তৃণমূলের

একদিকে রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রের মারফৎ রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর থাকা সত্ত্বেও নতুন করে ভোটার তালিকা তৈরির জন্য...

প্রতিশ্রুতি পালন করেননি আনন্দ বোস! রাজভবনে অভিযোগপত্র হাতে চোপড়ার সন্তানহারা পরিবার

উত্তর দিনাজপুরের চোপড়ায় BSF-এর খোঁড়া ড্রেনে মাটি চাপা পড়ে মৃত শিশুদের পরিবার এলো রাজভবনে। সেখানে রাজ্যপাল সি ভি...