এলাকায় দেখা মেলে না, উন্নয়নের কাজও করেন না, এই অভিযোগে ক্ষোভ উগরে দিল স্থানীয় জনতা। বৃহস্পতিবার শীতলকুচির গোসাইরহাটে গুরুপূর্ণিমার পুজোয় অংশ নিতে এসে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন।
ঘটনাটি ঘটে গোসাইরহাট কালীমন্দির প্রাঙ্গণে। অভিযোগ, মন্দিরে পুজো দিতে গেলে এক দল বিক্ষোভকারী বিধায়ককে ঘিরে ধরে তীব্র প্রতিবাদ জানায়। উপস্থিত জনতা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ধাক্কাধাক্কির পরিস্থিতিও তৈরি হয়। শেষপর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিধায়ককে গাড়িতে তুলে নিরাপদ স্থানে নিয়ে যায়।
এই প্রসঙ্গে গোসাইরহাট অঞ্চল তৃণমূল সভাপতি পবিত্র কুমার বর্মন বলেন, “গ্রামের সাধারণ মানুষই বিধায়কের দীর্ঘ অনুপস্থিতি এবং এলাকার উন্নয়ন না হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতিবাদে সরব হয়েছেন। বিধায়ক ভোটে জেতার পর আর এলাকায় আসেননি। এখন হঠাৎ করে পুজোর নাম করে ঝামেলা পাকাতে এলেন। তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানিয়েছে।” বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ালেও, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের মতে, ভোটে জেতার পর থেকে বিধায়ক এলাকায় কার্যত অনুপস্থিত। তাই জনমানসে জমে থাকা ক্ষোভই এদিন বিস্ফোরিত হয়েছে।
আরও পড়ুন – আলিপুরে উদ্বোধন শিল্পান্ন-র, বাংলার চর্ম-কুটিরশিল্পকে একসূত্রে বাঁধলেন মুখ্যমন্ত্রী
_
_
_
_
_
_
_
_
_
_
_
_